চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার

বাংলাদেশের কারাগার

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার হলো বাংলাদেশের চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানার অন্তর্গত লালদীঘির পূর্ব পাশে অবস্থিত একটি কেন্দ্রীয় কারাগার। কারাবন্দির সংখ্যার ভিত্তিতে এটি দেশের দ্বিতীয় বৃহত্তম কারাগার।[]

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার
কারাগার রূপরেখা
গঠিত১৮৮৫ (1885)
যার এখতিয়ারভুক্তবন্দি রাখা, তাদের সংশোধন ও সুপ্রশিক্ষিত করে সভ্য মানুষ হিসেবে গড়ে তোলা
সদর দপ্তর
২২°২০′১৪″ উত্তর ৯১°৫০′২২″ পূর্ব / ২২.৩৩৭১৮৬° উত্তর ৯১.৮৩৯৪৫৮° পূর্ব / 22.337186; 91.839458
নীতিবাক্যরাখিব নিরাপদ, দেখাব আলোর পথ
কারাগার নির্বাহী
  • কারা উপ-মহাপরিদর্শক
মূল বিভাগস্বরাষ্ট্র মন্ত্রণালয়
ওয়েবসাইটprison.chittagong.gov.bd
মানচিত্র
কারাগারের প্রবেশপথ

ইতিহাস

সম্পাদনা

চট্টগ্রাম জেলা কারাগার হিসেবে ১৮৮৫ সালে কারাগারটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৯৯ সালের ১৬ সেপ্টেম্বর এটিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার হিসেবে উন্নীত করা হয়।[][]

 
সূর্য সেনের ফাসির মঞ্চ, যা বর্তমানে সংরক্ষিত

১২ জানুয়ারি ১৯৩৪ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী মাস্টারদা সূর্য সেন ও তার অন্যতম সহযোগী তারকেশ্বর দস্তিদারকে চট্টগ্রাম জেলা কারাগারেই ব্রিটিশরা ফাঁসি কার্যকর করে।[][]

অবকাঠামো ও ধারণক্ষমতা

সম্পাদনা

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের মোট জায়গার পরিমাণ ১৬.৮৭ একর।[] এখানে বন্দিধারণক্ষমতা ১৭৫৩ জন। কিন্তু কারাবন্দি থাকেন গড়ে ৯ হাজার।[][] [] ১৯৯৮ সালে বাংলাদেশ সরকার পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, হালদা, সাঙ্গু নামে ৫ তলা বিশিষ্ট ৬টি বন্দি ভবন এবং ২ তলা বিশিষ্ট একটি সেল ভবন নির্মাণ করে।[][] কারাবন্দি ও কারারক্ষীদের সুযোগ সুবিধার জন্য এখানে বিভিন্ন ভবন ও অবকাঠামো রয়েছে। এখানে আরও রয়েছে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, সিকিউরিটি সেল, পুরুষ কনডেম সেল, ডিআইজি প্রিজন ভবন, অফিসার্স কোয়ার্টার ইত্যাদি।[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার"। prison.gov.bd। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২২ 
  2. "চট্টগ্রাম বিভাগীয় কারাগার"। prison.portal.gov.bd। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২২ 
  3. "এক নজরে - চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার"prison.chittagong.gov.bd। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২২ 
  4. "সংরক্ষিত চট্টগ্রাম কারাগার 'অরক্ষিত', অনিয়মই নিয়ম"। বাংলা নিউজ ২৪। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২২ 
  5. "চট্টগ্রাম কারাগার যেন বন্দি বাণিজ্যকেন্দ্র"। দৈনিক কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২২ 
  6. "চট্টগ্রামে চার দিনে ৭৫০ বন্দির মুক্তি"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২২