রাইপুর
রাইপুর হল পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি জনগণনা শহর ও থানা। এই শহরটি খাতড়া মহকুমার রাইপুর সমষ্টি উন্নয়ন ব্লকে অবস্থিত। জনগণনা প্রতিবেদনে এই শহরটিকে রাইপুর নামে অভিহিত করা হয়েছে।
রাইপুর | |
---|---|
জনগণনা নগর | |
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৪৮′০০.০″ উত্তর ৮৬°৫৭′০০.০″ পূর্ব / ২২.৮০০০০০° উত্তর ৮৬.৯৫০০০০° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | বাঁকুড়া |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৬,২৮০ |
ভাষা | |
• দাপ্তরিক | বাংলা, ইংরাজী, সাঁওতালি |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | ৭২২১৩৪ (গড় রাইপুর) |
দূরভাষ কোড | +৯১ ৩২৪৩ |
লোকসভা কেন্দ্র | বাঁকুড়া |
বিধানসভা কেন্দ্র | রাইপুর |
ওয়েবসাইট | raipurdevelopmentblock |
জনতত্ত্ব
সম্পাদনা২০১১ সালে ভারতের জনগণনা অনুসারে রাইপুর বাজারের মোট জনসংখ্যা ৬২৮০ জন, যার মধ্যে ৩২৩২ জন পুরুষ ও ৩০৪৮ জন নারী৷ প্রতি হাজার পুরুষে নারী সংখ্যা ৯৪৩ জন৷ শহরটিতে অনুর্দ্ধ ৬ বছর বয়সী শিশু ৬২২ জন, যা সমগ্র জনসংখ্যার ৯.৯০%৷ ৬ বৎসরোর্দ্ধ জনসংখ্যার মধ্যে ৮৩.৬৭% তথা ৪৭৩৪ জন সাক্ষর৷[১]
থানা
সম্পাদনা২৫২ বর্গকিলোমিটারের অধিক ক্ষেত্রবিশিষ্ট বিস্তৃত ও ১,০৫,৮২৬ জন জনসংখ্যাবিশিষ্ট রাইপুর সমষ্টি উন্নয়ন ব্লকটি রাইপুর থানার অন্তর্গত৷[২]
পরিবহন
সম্পাদনারাইপুর বাজার শহরটি ঝাড়গ্রাম থেকে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা পর্যন্ত বিস্তৃত ৪নং রাজ্য সড়ক এবং পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর থেকে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম পর্যন্ত বিস্তৃত ৯ নং রাজ্য সড়কের ওপর অবস্থিত৷[৩]
স্বাস্থ্য ব্যবস্থা
সম্পাদনারাইপুর গ্রামীণ হাসপাতাল এই ব্লকের কেন্দ্রীয় হাসপাতাল। এছাড়া এই ব্লকের ডুমুরতোড়, ফুলকুসমা ও মোটগোদায় তিনটি স্বাস্থ্যকেন্দ্র এবং মোট ৩৩টি শাখাকেন্দ্র রয়েছে।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "২০১১ Census – Primary Census Abstract Data Tables"। West Bengal – District-wise। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৬।
- ↑ "District Statistical Handbook 2014 Bankura"। Tables 2.1, 2.2। Department of Statistics and Programme Implementation, Government of West Bengal। ২৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৬।
- ↑ "List of State Highways in West Bengal"। West Bengal Traffic Police। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৬।
- ↑ "Status of Health and FW Services in Bankura District"। Chief Medical Officer of Health, Bankura। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৬।