রমনাবাগান বন্যপ্রাণী অভয়ারণ্য

(রমনাবাগান বন্যপ্রাণ অভয়ারণ্য থেকে পুনর্নির্দেশিত)

রমনাবাগান বন্যপ্রাণী অভয়ারণ্য বা বর্ধমান জুলজিকাল পার্ক হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান শহরে অবস্থিত একটি বন্যপ্রাণী অভয়ারণ্যচিড়িয়াখানা। এই অভয়ারণ্যের মোট আয়তন ১৪ হেক্টর। ১৯৮১ সালের সেপ্টেম্বর মাসে এটি অভয়ারণ্য হিসেবে স্বীকৃতি পায়।[১]

রমনাবাগান বন্যপ্রাণী অভয়ারণ্য
বর্ধমান জুলজিকাল পার্ক
রমনাবাগান বন্যপ্রাণী অভয়ারণ্যের প্রবেশদ্বার
মানচিত্র
অবস্থানবর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত
নিকটবর্তী শহরবর্ধমান
স্থানাঙ্ক২৩°১৫′১২″ উত্তর ৮৭°৫১′০৪″ পূর্ব / ২৩.২৫৩৩৯৭° উত্তর ৮৭.৮৫১০৩৮° পূর্ব / 23.253397; 87.851038

অবস্থান সম্পাদনা

বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন থেকে এই অভয়ারণ্যের দুরত্ব এক কিলোমিটার।[১]

জীববৈচিত্র্য সম্পাদনা

১৯৭৮ সালে এই অভয়ারণ্যে চিত্রা হরিণ এবং মায়া হরিণ ছাড়া হয়। ১৯৮৮ সালের হিসাবে সেখানে ২৭টি চিত্রা হরিণ, ৮টি মায়া হরিণ এবং ১টি কৃষ্ণসার ছিলো।[১]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. কল্যাণ চক্রবর্তী, বিশ্বজিত রায়চৌধুরী, ভারতের বন ও বন্যপ্রাণী, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ, ফেব্রুয়ারি, ১৯৯১, কলকাতা, পৃষ্ঠা-১৩৩।

বহিঃসংযোগ সম্পাদনা