রবীন্দ্রনাথ ঠাকুরের রেকর্ডকৃত গান ও কবিতার তালিকা

রবীন্দ্রনাথ ঠাকুর (৮ মে, ১৮৬১ – ৭ অগস্ট, ১৯৪১) স্বরচিত বেশ কয়েকটি গান ও কবিতা রেকর্ড করেছিলেন। এই পৃষ্ঠায় তাঁর রেকর্ডকৃত গান ও কবিতাগুলির পূর্ণাঙ্গ তথ্য দেওয়া হল।

প্রথম রেকর্ড সম্পাদনা

১৯০৬ সালে রবীন্দ্রনাথের কণ্ঠে গান রেকর্ড করার উদ্যোগ নিয়েছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হেমেন্দ্রমোহন বসু (১৮৬৬-১৯১৬; যিনি এইচ. বোস নামে সমধিক পরিচিত)। রবীন্দ্র-অনুরাগী হেমেন্দ্রমোহন পারিবারিক সূত্রে রবীন্দ্রনাথের সহযোগী উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভগ্নীপতি হলেও রবীন্দ্রনাথের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা হয়েছিল কাজের সূত্রেই। হেমেন্দ্রমোহন প্রতিষ্ঠিত এইচ. বোস পারফিউমার থেকে উৎপাদিত ‘কুন্তলীন’ পারফিউমারের একটি শংসাপত্র লিখে দিয়েছিলেন রবীন্দ্রনাথ। বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে হেমেন্দ্রমোহনই ভারতে প্রথম রেকর্ড প্রস্তুতের ব্যবস্থা (ফোনোগ্রাফার সিলিন্ডার) চালু করেছিলেন ‘এইচ. বোস রেকর্ডস’ নামক কোম্পানির মাধ্যমে। ১৯০৬ সালে এই কোম্পানির ক্যাটালগে রবীন্দ্রনাথের রেকর্ড করা ১৪টি গানের উল্লেখ পাওয়া যায়:

  1. সার্থক জনম আমার জন্মেছি এই দেশে,
  2. আমরা পথে পথে যাব সারে সারে,
  3. ও আমার দেশের মাটি, তোমার ’পরে ঠেকাই মাথা,
  4. বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস নে ভাই!,
  5. নিশিদিন ভরসা রাখিস, ওরে মন, হবেই হবে,
  6. এবার তোর মরা গাঙে বান এসেছে, ‘জয় মা’ বলে ভাসা তরী,
  7. যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে,
  8. আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি,
  9. যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমি তোমায় ছাড়ব না মা,
  10. যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু,
  11. যদি তোর ভাবনা থাকে ফিরে যা-না,
  12. আপনি অবশ হলি, তবে বল দিবি তুই কারে?,
  13. তোর আপনজনে ছাড়বে তোরে,
  14. ঘরে মলিন মুখ দেখে গলিস নে− ওরে ভাই

পরবর্তীকালে এই সিলিন্ডার রেকর্ডের গানগুলি উদ্ধারের চেষ্টা করা হয়ছিল, কিন্তু তা করা যায়নি। এমনকি শেষোক্ত গানটির সুর আজও অজানা।[১]

গান সম্পাদনা

প্রথম ছত্র রেকর্ড লেবেল অতিরিক্ত তথ্য তথ্যসূত্র
"অনেক দিয়েছ নাথ" বিডি ১২৪০ গ্রামোফোন কোম্পানি অফ ইন্ডিয়া থেকে রবীন্দ্রনাথ গানটি রেকর্ড করেছিলেন। তবে বর্তমানে এই রেকর্ডটি পাওয়া যায় না। [২][৩]
"অন্ধজনে দেহো আলো" বিডি ১২৩২, পি৮৩৬৭, ইএএলপি ১২৫৬ গ্রামোফোন রেকর্ডে এটিই রবীন্দ্রনাথের রেকর্ড করা প্রথম গান। [২][৪][৫]


"অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া" বিডি ১২৩৪ গ্রামোফোন রেকর্ডে এটিই রবীন্দ্রনাথের রেকর্ড করা প্রথম গান। [২][৬]
"অয়ি ভুবনমনোমোহিনী মা" এইচ. বোস ৩৬৩ ১৯০৬ সালের মার্চ মাসে এইচ. বসুর সিলিন্ডার রেকর্ডে রবীন্দ্রনাথ এই গানটি রেকর্ড করেছিলেন। এটিকেই রবীন্দ্রসংগীতের সর্বপ্রথম রেকর্ড মনে করা হয়। [২][৭][৮]
"আজি ঝড়ের রাতে তোমার অভিসার" বিডি ১২২৫ গ্রামোফোন কোম্পানি অফ ইন্ডিয়া থেকে রবীন্দ্রনাথ গানটি রেকর্ড করেছিলেন। তবে বর্তমানে এই রেকর্ডটি পাওয়া যায় না। [২][৯]
"আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি" (মাতৃমূর্তি) এইচ. বোস ৩৫৮ এইচ. বসুর সিলিন্ডার রেকর্ডে রবীন্দ্রনাথ এই গানটি রেকর্ড করেছিলেন। [২][১০][১১]
"আপনি অবশ হলি" (বাউল) এইচ. বোস ৩৬২ এইচ. বসুর সিলিন্ডার রেকর্ডে রবীন্দ্রনাথ এই গানটি রেকর্ড করেছিলেন। [২][১২][১৩]
"আমরা পথে পথে যাব সারে সারে" (পথের গান) এইচ. বোস ৩৫২ এইচ. বসুর সিলিন্ডার রেকর্ডে রবীন্দ্রনাথ এই গানটি রেকর্ড করেছিলেন। [২][১৪][১৫]
"আমার পরান লয়ে কী খেলা খেলিবে" এইচ ৪৯ [২]
"আমার শেষ পারানির কড়ি কণ্ঠে নিলেম গান" ইএএলপি ১২৫৬ [২]
"আমারে কে নিবি ভাই, সঁপিতে চাই আপনারে" বিডি ১২৩৫, পি ৯১৩২, পি ১১৮৫৫, ইএএলপি ১২৫৬, বিডি ১২৩১, পিজি ১৩২, ইএএলপি ১২৫৭ [২]
"আমি সংসারে মন দিয়েছিনু" বিডি ১২৩৭, পি ৮৩৬৭, ইএএলপি ১২৫৬ [২]
"একদিন যারা মেরেছিল তাঁরে গিয়ে" টেপ ৭২ [২]
"এবার তোর মরা গাঙে বান এসেছে" (বান) এইচ. বোস ৩৫৬ [২]
"এসো এসো ফিরে এসো" (তুমি এসো হে) এইচ ১৭০০ [২]


তথ্যসূত্র সম্পাদনা

  1. রবীন্দ্রসঙ্গীত মহাকোষ, ২য় ভাগ-১ম পর্ব, পৃ. ৪৪০-৪৪১
  2. "রেকর্ডে কবিকণ্ঠ", রবীন্দ্ররচনাভিধান, ১৭শ খণ্ড, পৃ. ৩৭-৩৯
  3. রবীন্দ্র-সঙ্গীত-কোষ, পৃ. ৩
  4. রবীন্দ্র-সঙ্গীত-কোষ, পৃ. ৪
  5. গীতবিতান তথ্যভাণ্ডার, পৃ. ১১
  6. রবীন্দ্র-সঙ্গীত-কোষ, পৃ. ৫
  7. রবীন্দ্র-সঙ্গীত-কোষ, পৃ. ৫
  8. গীতবিতান তথ্যভাণ্ডার, পৃ. ১৩
  9. গীতবিতান তথ্যভাণ্ডার, পৃ. ৪১
  10. রবীন্দ্র-সঙ্গীত-কোষ, পৃ. ২১
  11. গীতবিতান তথ্যভাণ্ডার, পৃ. ৪৭
  12. রবীন্দ্র-সঙ্গীত-কোষ, পৃ. ২৮
  13. গীতবিতান তথ্যভাণ্ডার, পৃ. ৬৩
  14. রবীন্দ্র-সঙ্গীত-কোষ, পৃ. ৩০-৩১
  15. গীতবিতান তথ্যভাণ্ডার, পৃ. ৬৯

উল্লেখপঞ্জি সম্পাদনা

  • অনুত্তম ভট্টাচার্য, রবীন্দ্ররচনাভিধান, ১৭শ খণ্ড: গীতবিতান-এক [পূজা-স্বদেশ-প্রেম], দীপ প্রকাশন, কলকাতা, ২০১৮
  • অনুত্তম ভট্টাচার্য, রবীন্দ্ররচনাভিধান, ১৮শ খণ্ড: গীতবিতান-দুই [প্রকৃতি-বিবিধ গান], দীপ প্রকাশন, কলকাতা, ২০১৮
  • পূর্ণেন্দুবিকাশ সরকার (সংকলন ও সম্পাদনা), গীতবিতান তথ্যভাণ্ডার, সিগনেট প্রেস, কলকাতা, ২০১৯
  • প্রবীর গুহ ঠাকুরতা, রবীন্দ্রসঙ্গীত মহাকোষ, প্রথম ভাগ, দে’জ পাবলিশিং, কলকাতা, ২০০৮
  • প্রবীর গুহ ঠাকুরতা, রবীন্দ্রসংগীত মহাকোষ, দ্বিতীয় ভাগ – প্রথম পর্ব, দে’জ পাবলিশিং, কলকাতা, ২০১৩
  • সুরেন মুখোপাধ্যায়, রবীন্দ্র-সঙ্গীত-কোষ, সাহিত্য প্রকাশ, কলকাতা, ২০১০