অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া

অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া একটি রবীন্দ্রসঙ্গীতবাংলা ভাষায় গানটি রবীন্দ্রনাথ ঠাকুর ১৩১৫ বঙ্গাব্দের ৩ ভাদ্র তারিখে (১৯০৮ খ্রিষ্টাব্দ) রচনা করেছিলেন।[১][২] রবীন্দ্রনাথ জীবিতকালে তাঁর স্বরচিত যে গানগুলো গ্রামোফোনে রেকর্ড করেছিলেন সেগুলোর মধ্যে এটি অন্যতম।[৩]

"অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া"
রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক সঙ্গীত
ভাষাবাংলা
রচিত৩ ভাদ্র ১৩১৫ বঙ্গাব্দ (১৯০৮ খ্রিষ্টাব্দ)
ধারারবীন্দ্রসঙ্গীত
গান লেখকরবীন্দ্রনাথ ঠাকুর

গানের কথা সম্পাদনা

অমল ধবল পালে লেগেছে    মন্দ মধুর হাওয়া--

   দেখি নাই কভু দেখি নাই    এমন তরণী বাওয়া॥

       কোন্‌ সাগরের পার হতে আনে কোন্‌ সুদূরের ধন--

               ভেসে যেতে চায় মন,

       ফেলে যেতে চায় এই কিনারায় সব চাওয়া সব পাওয়া॥

পিছনে ঝরিছে ঝরো ঝরো জল, গুরু গুরু দেয়া ডাকে--

   মুখে এসে পড়ে অরুণকিরণ ছিন্ন মেঘের ফাঁকে।

       ওগো কাণ্ডারী, কে গো তুমি, কার হাসিকান্নার ধন।

               ভেবে মরে মোর মন--

       কোন্‌ সুরে আজ বাঁধিবে যন্ত্র, কী মন্ত্র হবে গাওয়া॥

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Rabindranath Tagore - Songs - প্রকৃতি - অমল ধবল পালে (amal dhabal pale legechhe)"www.tagoreweb.in। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১২ 
  2. "Song amal dhabal pale legechhe | Lyric and History"www.geetabitan.com। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১২ 
  3. রবীন্দ্র-সঙ্গীত-কোষ, পৃ. ৫

বহিঃসংযোগ সম্পাদনা