একদিন যারা মেরেছিল তাঁরে গিয়ে

একদিন যারা মেরেছিল তাঁরে গিয়ে একটি রবীন্দ্রসঙ্গীত। এটি ১৩৪৬ বঙ্গাব্দের ৯ পৌষ (২৫ ডিসেম্বর ১৯৩৯) রচিত। এটির স্বরলিপিকার হলেন শৈলজারঞ্জন মজুমদার[১][২] রবীন্দ্রনাথ ঠাকুর জীবিতকালে তাঁর স্বরচিত যে গানগুলো গ্রামোফোনে রেকর্ড করেছিলেন সেগুলোর মধ্যে এটি অন্যতম।[৩]

"একদিন যারা মেরেছিল তাঁরে গিয়ে"
রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক সঙ্গীত
ভাষাবাংলা
রচিত৯ পৌষ ১৩৪৬ বঙ্গাব্দ (২৫ ডিসেম্বর ১৯৩৯)
ধারারবীন্দ্রসঙ্গীত
গান লেখকরবীন্দ্রনাথ ঠাকুর

গানের কথা সম্পাদনা

একদিন যারা মেরেছিল তাঁরে গিয়ে

                      রাজার দোহাই দিয়ে

                এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি,

                মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি–

                      ঘাতক সৈন্যে ডাকি

                      ‘মারো মারো’ ওঠে হাঁকি ।

                গর্জনে মিশে পূজামন্ত্রের স্বর–

                মানবপুত্র তীব্র ব্যথায় কহেন, হে ঈশ্বর !

                এ পানপাত্র নিদারুণ বিষে ভরা

                দূরে ফেলে দাও, দূরে ফেলে দাও ত্বরা ।।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Rabindranath Tagore - Songs - আনুষ্ঠানিক সংগীত - একদিন যারা মেরেছিল তাঁরে গিয়ে (ekdin jara merechhilo tare giye)"www.tagoreweb.in। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৪ 
  2. "Song ekdin jara merechhilo | Lyric and History"www.geetabitan.com। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৪ 
  3. "রেকর্ডে কবিকণ্ঠ", রবীন্দ্ররচনাভিধান, ১৭শ খণ্ড, পৃ. ৩৭-৩৯