এবার তোর মরা গাঙে বান এসেছে

এবার তোর মরা গাঙে বান এসেছে একটি রবীন্দ্রসঙ্গীত। এটি একটি দেশাত্মবোধক গান। এটি ১৯০৫ খ্রিষ্টাব্দে (১৩১২ বঙ্গাব্দ) রচিত।[১][২] এটির স্বরলিপিকার হলেন ইন্দিরা দেবী চৌধুরাণী[১] রবীন্দ্রনাথ ঠাকুর জীবিতকালে তাঁর স্বরচিত যে গানগুলো গ্রামোফোনে রেকর্ড করেছিলেন সেগুলোর মধ্যে এটি অন্যতম।[৩]

"এবার তোর মরা গাঙে বান এসেছে"
রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক সঙ্গীত
ভাষাবাংলা
রচিত১৩১২ বঙ্গাব্দ (১৯০৫ খ্রিষ্টাব্দ)
ধারারবীন্দ্রসঙ্গীত
গান লেখকরবীন্দ্রনাথ ঠাকুর

গানের কথা সম্পাদনা

এবার তোর   মরা গাঙে বান এসেছে,     'জয় মা' ব'লে ভাসা তরী ॥

ওরে রে     ওরে মাঝি, কোথায় মাঝি,    প্রাণপণে, ভাই, ডাক দে আজি--

    তোরা  সবাই মিলে বৈঠা নে রে,           খুলে ফেল্‌ সব দড়াদড়ি ॥

    দিনে দিনে বাড়ল দেনা,   ও ভাই,   করলি নে কেউ বেচা কেনা--

                  হাতে নাই রে কড়া কড়ি।

    ঘাটে বাঁধা দিন গেল রে,     মুখ দেখাবি কেমন ক'রে--

             ওরে,   দে খুলে দে,   পাল তুলে দে,   যা হয় হবে বাঁচি মরি ॥

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Song ebar tor mora gange | Lyric and History"www.geetabitan.com। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৮ 
  2. "Rabindranath Tagore - Songs - স্বদেশ - এবার তোর মরা গাঙে (ebar tor mara gange)"www.tagoreweb.in। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৮ 
  3. রেকর্ডে কবিকণ্ঠ", রবীন্দ্ররচনাভিধান, ১৭শ খণ্ড, পৃ. ৩৭-৩৯

বহিঃসংযোগ সম্পাদনা