রণপুর রাজ্য ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একাধিক স্যালুট সম্মানবিহীন রাজ্যগুলির একটি দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷[] উড়িষ্যা রাজ্যের নয়াগড় জেলাটি যে চারটি দেশীয় রাজ্য নিয়ে গঠিত হয়েছিল তার মধ্যে একটি ছিল এই রণপুর রাজ্য।

রণপুর রাজ্য
ରଣପୁର
ব্রিটিশ ভারতের দেশীয় রাজ্য
আনুমানিক ১৭০০ খ্রিস্টপূর্ব কত–১৯৪৮

ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত রণপুর রাজ্যের মানচিত্র
আয়তন 
• ১৯৩১
৫২৬ বর্গকিলোমিটার (২০৩ বর্গমাইল)
জনসংখ্যা 
• ১৯৩১
৪৭,৭১১
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
আনুমানিক ১৭০০ খ্রিস্টপূর্ব কত
১৯৪৮
উত্তরসূরী
ভারত
রণপুরের রাজার বসতভিটা রণপুর রাজবাড়ীর দৃশ্য, বর্তমানে এটি রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ

এই রাজ্যটির পশ্চিম দিকে ছিল নয়াগড় রাজ্য এবং অন্য তিন দিকে ছিল ব্রিটিশ ভারতের পুরী জেলা। রাজ্যটি সমুদ্র সৈকতের নিকটবর্তী হলেও সীমানায় কোনো তটরেখা ছিল না। এটির দক্ষিণ পশ্চিম দিকে ছিল ঘন অরণ্য যা প্রায় জনবিরল। উড়িষ্যায় অবস্থিত দেশীয় রাজ্যগুলির মধ্যে রণপুরের রাজপরিবার নিজেদেরকে সবচেয়ে প্রাচীন শাসকবর্গ বলে উল্লেখ করতেন। বর্তমান কালুপাড়া ঘাট রেলওয়ে স্টেশনের অবস্থিত রাজরণপুর ছিল এই রাজ্যের রাজধানী এবং রাজাবাস।[]

ইতিহাস

সম্পাদনা

জনশ্রুতি অনুযায়ী রণপুর রাজ্য ছিল উড়িষ্যার অন্যতম প্রাচীন রাজ্যগুলির একটি। তবে এই রাজ্যটির পত্তন বিষয়ে জনসাধারণ ১৮০০ খ্রিস্টপূর্বাব্দকে সূচিত করে থাকেন।[] এই সময়ে বাসর বসুক নামে এক পশুশিকারী স্থানীয় এক দৈত্য রণাসুরকে বধ করেন এবং নিজেকে এই অঞ্চলের রাজা হিসেবে ঘোষিত করে। রাজ্য স্থাপন এরপর তিনি ওই দৈত্যের নাম অনুসারে এই রাজ্যটির নাম রাখেন রণাসুরপুরা, সময়ের সাথে সাথে তা সংক্ষিপ্ত হয়ে রণপুরে পরিণত হয়।

১৮০৩ খ্রিস্টাব্দে রাজ্যটি একটি ব্রিটিশ করদরাজ্যে পরিণত হয়। রাজা বেণুধর বজ্রধর নরেন্দ্র মহাপাত্র ১৮৭৭ খ্রিস্টাব্দে লিখিতভাবে দাবি করেন যে ৩৬০০ বছর পূর্বে রাজ্যটির প্রথম শাসক থেকে শুরু করে তার পরবর্তী ১০৯ প্রজন্ম নিরবচ্ছিন্নভাবে এই রাজ্যের রাজ সিংহাসনে আসীন ছিলেন।[] রাজ্যের শাসকরা ছিলেন রাজপুত, তবে তাদের উৎস জানা যায় নি। ওড়িশার অন্যান্য দেশীয় রাজ্যের বিপক্ষে এই রাজ্যটির শাসক নিজেদেরকে খোন্দ জনজাতির মিশ্রিত রক্তধারা বলতে নাকচ করেন। ১৯৪৮ খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি তারিখে রণপুরের শেষ রাজা ভারতীয় অধিরাজ্যে যোগদানের সম্মতিপত্র স্বাক্ষর করেন।[] এটি স্বাধীন ভারতের উড়িষ্যা প্রদেশের সঙ্গে যুক্ত করা হয়।

শাসকবর্গ

সম্পাদনা

রণপুর রাজ্যের শাসকরা রাজা উপাধিতে ভূষিত হতেন।[]

  • ১৬৯২ – ১৭২৭ রামচন্দ্র নরেন্দ্র
  • ১৭২৭ – ১৭৫৪ সারঙ্গধর বজ্রধর নরেন্দ্র
  • ১৭৫৪ – ১৭৮৯ নরসিংহ বজ্রধর নরেন্দ্র
  • ১৭৮৯ – ১৮২১ ব্রজদাবন নরেন্দ্র
  • ১৮২১ – ১৮৪২ ব্রজসুন্দর বজ্রধর নরেন্দ্র
  • ১৮৪২ – ১২ জুলাই ১৮৯৯ বেণুধর বজ্রধর নরেন্দ্র মহাপাত্র
  • ১২ জুলাই ১৮৯৯ – ২১ জুন ১৯৪৫ বীরবর কৃষ্ণচন্দ্র নরেন্দ্র মহাপাত্র
  • ২১ জুন ১৯৪৫ – ১৯৪৭ ব্রজেন্দ্রচন্দ্র সিংহ দেও বজ্রধর নরেন্দ্র মহাপাত্র

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Malleson, G. B.: An historical sketch of the native states of India, London 1875, Reprint Delhi 1984
  2. Great Britain India Office. The Imperial Gazetteer of India. Oxford: Clarendon Press, 1908.
  3. Ranpur (Princely State)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. Great Britain India Office. The Imperial Gazetteer of India. Oxford: Clarendon Press, 1908.
  5. Rajput Provinces of India — Ranpur (Princely State)
  6. Princely States of India