রঞ্জিত মাদুরাসিংহে

শ্রীলঙ্কান ক্রিকেটার

মাদুরাসিংহে আরাচচিগে বিজয়সিরি রঞ্জিত মাদুরাসিংহে (সিংহলি: රංජිත් මදුරසිංහ; জন্ম: ৩০ জানুয়ারি, ১৯৬১) কুরুনেগালা এলাকায় জন্মগ্রহণকারী সাবেক শ্রীলঙ্কান আন্তর্জাতিক ক্রিকেটার ও রেফারি। শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৮৮ থেকে ১৯৯২ সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে শ্রীলঙ্কার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[১][২][৩]

রঞ্জিত মাদুরাসিংহে
රංජිත් මදුරසිංහ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামমাদুরাসিংহে আরাচচিগে বিজয়সিরি রঞ্জিত মাদুরাসিংহে
জন্ম (1961-01-30) ৩০ জানুয়ারি ১৯৬১ (বয়স ৬৩)
কুরুনেগালা, শ্রীলঙ্কা
উচ্চতা৬ ফুট ০ ইঞ্চি (১.৮৩ মিটার)
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ ব্রেক
ভূমিকাবোলার, রেফারি
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৪১)
২৫ আগস্ট ১৯৮৮ বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট১৭ আগস্ট ১৯৯২ বনাম অস্ট্রেলিয়া
ওডিআই অভিষেক
(ক্যাপ ৫৪)
৪ সেপ্টেম্বর ১৯৮৮ বনাম ইংল্যান্ড
শেষ ওডিআই১৯ জানুয়ারি ১৯৯২ বনাম পাকিস্তান
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৯১ - ২০০০কুরুনেগালা যুব ক্রিকেট ক্লাব
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১২ ১০১ ২৭
রানের সংখ্যা ২৪ ২১ ১,৭৩৬ ৬২
ব্যাটিং গড় ৪.৮০ ১০.৫০ ১৬.৩৭ ৬.৮৮
১০০/৫০ ০/০ ০/০ ০/৫ ০/০
সর্বোচ্চ রান ১১ ৮* ৮৩* ২২
বল করেছে ৩৯৬ ৪৮০ ১৫,৩৯১ ১,২৮৭+
উইকেট ২৬৯ ২৫
বোলিং গড় ৫৭.৩৩ ৭১.৬০ ২৫.৫৫ ৩৫.১৬
ইনিংসে ৫ উইকেট ১১
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৩/৬০ ১/১১ ৭/৮৫ ৬/২৯
ক্যাচ/স্ট্যাম্পিং ০/– ৩/– ৫১/– ১১/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৫ মার্চ ২০২০

ঘরোয়া প্রথম-শ্রেণীর শ্রীলঙ্কান ক্রিকেটে কুরুনেগালা দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতে অফ ব্রেক বোলিং করতেন। এছাড়াও, বামহাতে বোলিংয়ে পারদর্শী ছিলেন রঞ্জিত মাদুরাসিংহে

প্রথম-শ্রেণীর ক্রিকেট সম্পাদনা

কুরুনেগালার মালিযাদব কলেজে অধ্যয়ন করেছেন রঞ্জিত মাদুরাসিংহে। এরপর ঘরোয়া পর্যায়ের ক্রিকেটে কুরুনেগালা যুব ক্রিকেট ক্লাবের পক্ষে খেলতে থাকেন। ১৯৮৮-৮৯ মৌসুম থেকে ১৯৯৮-৯৯ মৌসুম পর্যন্ত রঞ্জিত মাদুরাসিংহের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল।

ঘরোয়া আসরে বেশ উচ্চমানের ক্রীড়াশৈলী প্রদর্শন করেছিলেন রঞ্জিত মাদুরাসিংহে। কিন্তু, আন্তর্জাতিক অঙ্গনে সীমিত পর্যায়ের অংশগ্রহণে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছিলেন তিনি। দীর্ঘদেহের অধিকারী ছিলেন। ফলে, ভালোমানের ফ্লাইট সহযোগে অফ স্পিন বোলিংকালে বলে বাউন্স আনয়ণ করতে পারতেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে উপেক্ষিত হবার পরও ঘরোয়া ক্রিকেটে নিজেকে সেরা বোলার হিসেবেই চিত্রিত করেছিলেন। পাশাপাশি নিচেরসারিতে কার্যকরী ব্যাটসম্যান হিসেবে উপস্থাপন করেন।

আন্তর্জাতিক ক্রিকেট সম্পাদনা

সমগ্র খেলোয়াড়ী জীবনে তিনটিমাত্র টেস্ট ও বারোটি একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন রঞ্জিত মাদুরাসিংহে। ২৫ আগস্ট, ১৯৮৮ তারিখে লর্ডসে স্বাগতিক ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ১৭ আগস্ট, ১৯৯২ তারিখে কলম্বোয় সফরকারী অস্ট্রেলিয়া দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

১৯৮৮ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টে উইকেট শূন্য অবস্থায় মাঠ ছাড়তে বাধ্য হন। তবে, নিজস্ব দ্বিতীয় টেস্টে বেশ সফলতা লাভ করেন। চণ্ডীগড়ে স্বাগতিক ভারতের উচ্চমানের ব্যাটিংসমৃদ্ধ দলের বিপক্ষে ৩/৬০ পান। তন্মধ্যে, মোহাম্মদ আজহারউদ্দীনশচীন তেন্ডুলকরের উইকেট ছিল। তবে, বিস্ময়করভাবে ১৯৯২-৯৩ মৌসুমের পূর্ব-পর্যন্ত তাকে আর দলে ডাকা হয়নি।

এসএসসিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তাকে মাঝে-মধ্যে বোলিংয়ে আমন্ত্রণ জানানো হলেও আবারও উইকেট শূন্য ছিলেন। ফলশ্রুতিতে, ঐ টেস্টই তার আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ খেলায় পরিণত হয়েছিল। উদীয়মান তারকা মুত্তিয়া মুরালিধরনের স্থান পাকাপোক্ত হওয়ায় তাকে আর জাতীয় দলে খেলার জন্যে আমন্ত্রণ জানানো হয়নি।

ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর রেফারির ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন রঞ্জিত মাদুরাসিংহে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. List of Sri Lanka Test Cricketers
  2. "Sri Lanka – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০ 
  3. "Sri Lanka – Test Bowling Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা