রজতশুভ্র মজুমদার

ভারতীয় কবি

রজতশুভ্র মজুমদার একজন ভারতীয় কবি, কথাসাহিত্যিক ও প্রবন্ধকার।[১][২] তার লেখা প্রথম কবিতা প্রকাশিত হয় ১৯৯৯ সালে এবং তার প্রথম কবিতার বই বা কাব্যগ্রন্থ হল হলুদ কাগজে তৈরি, যা ২০০২ সালে কবিতা "পাক্ষিক" থেকে প্রকাশিত হয়। তিনি ২০টি বই লিখেছেন ও ৬টি বই সম্পাদনা করেছেন।[৩]

রজতশুভ্র মজুমদার
জন্ম (1978-01-02) ২ জানুয়ারি ১৯৭৮ (বয়স ৪৬)
কেতুগ্রাম, বর্ধমান জেলা, (অধুনা পূর্ব বর্ধমান জেলা), পশ্চিমবঙ্গ
পেশাকবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক
জাতীয়তাভারতীয়
নাগরিকত্বভারত
সময়কালএকবিংশ শতাব্দী
ধরনকবিতা, কথাসাহিত্যিক
বিষয়সাহিত্য
উল্লেখযোগ্য রচনাবলিসামান্য লেখা, ১০০ প্রেমের কবিতা, বিশ্বভারতী ও তার ভবিষ্যৎ

প্রাথমিক জীবন সম্পাদনা

রজতশুভ্র মজুমদারের জন্ম অবিভক্ত বর্ধমান জেলার কেতুগ্রামে (অধুনা পূর্ব বর্ধমান জেলা) ও তিনি সেখানেই শৈশব কাটিয়েছিলেন। বর্তমানে তিনি শান্তিনিকেতনে বসবাস করছেন। তার পিতা প্রশান্ত কুমার মজুমদার স্যার আশুতোষ মেমোরিয়াল ইনস্টিটিউশনের ইতিহাসের শিক্ষক ছিলেন। রজতশুভ্র মজুমদার বর্ধমান রাজ কলেজ থেকে ইংরেজি সাহিত্যে সাম্মানিকসহ স্নাতক ও বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

কর্মজীবন সম্পাদনা

১৯৯৯ সালে সবুজ পত্র সোনার তরীর শারদ সংখ্যায় প্রকাশিত একটি ছোট্ট কবিতা মাধ্যমে কবি হিসাবে অত্মপ্রকাশ ঘটে রজতশুভ্র মজুমদারের।[১] ২০০২ সালে তার লেখা হলুদ কাগজে তৈরি কাব্যগ্রন্থ কবিতা পাক্ষিকে এবং হলুদ বেনারসির গন্ধ নামে একটি পত্রিকাতে প্রকাশিত হয়। তার লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল- অনিঃশেষ ফুলজন্ম (২০০৪- কবিতা), কবরী বাঁধি আর খুলি (২০০৫- সপ্ততর্ষী), রাধা যাবেই যমুনায়[৪]

দেশ পত্রিকার নিয়মিত লেখক রজতশুভ্র মজুমদার কবিতার পাশাপাশি গদ্য সাহিত্যেও সমান সফল। তার প্রথম গদ্যগ্রন্থ 'সামান্য লেখা' ২০১২ সালে পুনশ্চ পত্রিকাতে প্রকাশিত হয়। গদ্যগ্রন্থটির ভূমিকা লিখেছিলেন প্রখ্যাত সাহিত্যিক নবনীতা দেবসেন। ২০১৩ সালে তার লেখা সাগরপারের সাহিত্য নামে একটি বই "সোপান" থেকে প্রকাশিত হয়। ২০১৫ নতুন গল্প ২৫ নামে আরও এক্তি বই প্রকাশিত হয় "অভিযান" প্রকাশনী থেকে।

গ্রন্থ তালিকা সম্পাদনা

কবিতাগ্রন্থ সম্পাদনা

  • হলুদ কাগজে তৈরি (২০০২)
  • হলুদ বেনারসির গন্ধ (২০০২)
  • অনিঃশেষ ফুলজন্ম (২০০৪)
  • কবরী বাঁধি আর খুলি (২০০৫)
  • রাধা যাবেই যমুনায় (২০০৮)
  • বিদ্যুৎ-উদ্ভাসে (২০০৯)
  • জলের আলপনা (২০১৩)
  • একশো প্রেমের কবিতা (২০১৬)
  • বাড়ি ভালবাসাগ্রাম (২০১৯)
  • এই মোহভার, এত মায়াটান (২০২২)

গল্প/উপন্যাসগ্রন্থ সম্পাদনা

  • নতুন গল্প ২৫ (২০১৫)
  • ভালোবাসায় ভোলাব (২০১৯)
  • পানকৌড়ি ও অন্যান্য গল্প (২০১৯)
  • চাঁদের আলোর দেশে (২০২১)
  • প্রেমের গল্প (২০২৩)
  • এক ডজন রহস্য গল্প (২০২৩)
  • বাঘের সঙ্গে সেলফি ও অন্যান্য গল্প (২০২৩)

প্রবন্ধগ্রন্থ সম্পাদনা

  • সামান্য লেখা (২০১২)
  • সাগরপারের সাহিত্য (২০১৩)
  • স্বপ্নভঙ্গের বিশ্বভারতী (২০২২)

সম্পাদিত গ্রন্থ সম্পাদনা

  • আলেয়া বেগমের গান (২০০৭)
  • বিশ্বভারতী ও তার ভবিষ্যৎ (২০০৯)
  • দূরের মাটি কাছের কণ্ঠস্বর (২০১০)
  • অভীপ্সিত রবীন্দ্রনাথ (২০১২)
  • স্বামী বিবেকানন্দ : সার্ধশতবর্ষের আলোয় (২০১৩)
  • মোহে নির্মোহে স্বামীজি (২০১৪ )

তথ্যসূত্র সম্পাদনা

  1. "২০ বছরে রজতশুভ্র মজুমদারের লেখনী জীবন"। আনন্দবাজার পত্রিকা। ১৩ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৯ 
  2. "অনন্য তর্পণ ....কবিতার মধ্যে দিয়েই নিজের কবিজীবনের ২০ বছর তর্পণ করলেন রজতশুভ্র মজুমদার। মহালয়ার প্রাক্কালে সেই অনুষ্ঠান হয়ে গেল মহাজাতি সদনে"। এই সময়। ২৩ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৯ 
  3. "Resonating diverse expressions"। www.thestatesman.com। ২৭ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৯ 
  4. "কবিতার মাত্রা"। আনন্দবাজার পত্রিকা। ১৮ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৯