যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়

যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়, ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়, এটি মুর্শিদাবাদ জেলার আমতলার একটি সাধারণ ডিগ্রি কলেজ। এই কলেজটি আমতলা কলেজ নামেও পরিচিত। এটি কলাবিদ্যায় স্নাতক কোর্স অফার করে। কলেজটি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।[১]

যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়
ধরনস্নাতক কলেজ
স্থাপিত১৯৮৬; ৩৮ বছর আগে (1986)
অধিভুক্তিকল্যাণী বিশ্ববিদ্যালয়
সভাপতিদেবব্রত সরকার
অবস্থান, ,
৭৪২১২১
,
২৩°৫৫′৫৯.২০″ উত্তর ৮৮°২৭′১৯.০০″ পূর্ব / ২৩.৯৩৩১১১১° উত্তর ৮৮.৪৫৫২৭৭৮° পূর্ব / 23.9331111; 88.4552778
শিক্ষাঙ্গনগ্রামীণ
ওয়েবসাইটযতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়
মানচিত্র

ইতিহাস সম্পাদনা

বিপ্লবী সমাজতান্ত্রিক দলের (আরএসপি) তৎকালীন বিধায়ক ও রাজনৈতিক নেতা জয়ন্ত বিশ্বাস আমতলা এলাকার জন্য একটি কলেজ প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রক্রিয়া গুরু প্রসাদ বিশ্বাস ও বীরেন্দ্রনাথ বিশ্বাস শুরু করেন। তারা প্রতিষ্ঠানটির জন্য ১.৫ লাখ টাকা দান করেছিলেন এবং কলেজটি তাদের নিজ নিজ পিতা যতীন্দ্রনাথ ও রাজেন্দ্রনাথের নামে নামকরণ করা হয়েছিল। কলেজের জন্য প্রয়োজনীয় জমিটি আমতলা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ প্রদান করে ছিল। [২]

বিভাগসমূহ সম্পাদনা

কলা সম্পাদনা

স্বীকৃতি সম্পাদনা

২০১৬ সালে যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয় ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল (ন্যাক) দ্বারা বি গ্রেডে কলেজ হিসাবে ভূষিত হয়েছিল। [৩] কলেজটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দ্বারা স্বীকৃত। [৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Affiliated College of University of Kalyani"। ২০১২-০৩-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "JRM"jrm.org.in। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৭ 
  3. "Institutions Accredited/Re-accredited by NAAC with validity" (পিডিএফ)National Assessment and Accreditation Council। ১২ মে ২০১২ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১২ 
  4. Colleges in WestBengal, University Grants Commission ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১১-১১-১৬ তারিখে

বহিঃসংযোগ সম্পাদনা