ম্যারি ম্যাকডনেল
ম্যারি এইলিন ম্যাকডনেল (জন্ম ২৮ এপ্রিল ১৯৫২) হলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি ড্যান্সেস উইথ উল্ভস (১৯৯০) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন এবং প্যাশন ফিশ (১৯৯২) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া ইন্ডিপেন্ডেন্স ডে (১৯৯৬) চলচ্চিত্রে ফার্স্ট লেডি ম্যারিলিন হুইটমোর এবং ডনি ডার্কো (২০০০) চলচ্চিত্রে রোজ ডার্কো চরিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত। তিনি ব্যাটলস্টার গ্যালাক্টিকা টিভি ধারাবাহিকে রাষ্ট্রপতি লরা রোজলিন চরিত্রে অভিনয় করে একটি স্যাটার্ন পুরস্কার অর্জন করেন। তিনি টিএনটির ধারাবাহিকের ৫ম থেকে ৭ম মৌসুমে দ্য ক্লোজার-এ ক্যাপ্টেন শ্যারন রেডর চরিত্রে এবং একই চ্যানেলের স্পিন-অফ ধারাবাহিক মেজর ক্রাইমস-এ শ্রেষ্ঠাংশে অভিনয় করেন।
ম্যারি ম্যাকডনেল | |
---|---|
Mary McDonnell | |
জন্ম | ম্যারি এইলিন ম্যাকডনেল এপ্রিল ২৮, ১৯৫২ উইলকেস-বার, পেন্সিলভেনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র |
মাতৃশিক্ষায়তন | নিউ ইয়র্ক স্টেট বিশ্ববিদ্যালয়, ফ্রেডোনিয়া |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৭৭-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | র্যান্ডল মেল (বি. ১৯৮৪) |
সন্তান | ২ |
প্রারম্ভিক জীবন
সম্পাদনাম্যাকডনেল ১৯৫২ সালের ২৮শে এপ্রিল পেন্সিলভেনিয়া অঙ্গরাজ্যের উইলকেস-বারে জন্মগ্রহণ করেন। তিনি নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ইটাচায় বেড়ে ওঠেন। তার মাতা এইলিন (বিবাহপূর্ব মান্ডি; ১৯২১-১৯৯০), এবং পিতা জন "জ্যাক" ম্যাকডনেল (১৯২৩-১৯৭৩) ছিলেন একজন কম্পিউটার পরামর্শদাতা।[১] তার ভাইবোনেরা হলেন জেন (১৯৫০-২০০৫), স্যালি, জুডিথ, জ্যাকি ও জন।[২] তিনি আইরিশ বংশোদ্ভূত।[৩] ফ্রেডোনিয়ার নিউ ইয়র্ক স্টেট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর তিনি নাট্য বিদ্যালয়ে ভর্তি হন এবং কানেটিকাট অঙ্গরজ্যের নিউ হেভেনের সম্মানজনক লং হোয়ার্ট থিয়েটারে যোগ দেন। সেখানে তিনি ২০ বছরের অধিক সময় কাজ করেন।
কর্মজীবন
সম্পাদনা২১ বছর মঞ্চ ও টেলিভিশনে কাজ করার পর ম্যাকডনেল ১৯৯০ সালে কেভিন কসনারের ড্যান্সেস উইথ উল্ভস (১৯৯০) দিয়ে চলচ্চিত্রে প্রথম সফলতা অর্জন করেন। এই চলচ্চিত্রে গ্রাহাম গ্রিনের চরিত্রের দত্তক কন্যা চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন করেন।[৪] ১৯৯২ সালে তিনি প্যাশন ফিশ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার ও সেরা নাট্য চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ বাটকিয়েভিৎস, জো (ফেব্রুয়ারি ১৮, ১৯৯৩)। "Mary McDonnell Nominated for Best Actress"। টাইমস লিডার (ইংরেজি ভাষায়)। উইলকেস-বার। পৃষ্ঠা ১, ২B। নভেম্বর ১৭, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০।
- ↑ "Mary McDonnell" (ইংরেজি ভাষায়)। ফ্যামিলি সার্চ। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০।
- ↑ "Mary McDonnell" (ইংরেজি ভাষায়)। এন্টারটেইনমেন্ট উইকলি। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০।
- ↑ "The 63rd Academy Awards (1991) Nominees and Winners"। অস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০।
- ↑ "The 65th Academy Awards (1993) Nominees and Winners"। অস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট অফ-ব্রডওয়ে ডেটাবেজে ম্যারি ম্যাকডনেল (ইংরেজি)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে ম্যারি ম্যাকডনেল (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ম্যারি ম্যাকডনেল (ইংরেজি)