স্যাটার্ন পুরস্কার

স্যাটার্ন পুরস্কার (ইংরেজি: Saturn Award)[] হচ্ছে অ্যাকাডেমি অফ সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি অ্যান্ড হরর ফিল্মস প্রতিষ্ঠান কর্তৃক বার্ষিক ভিত্তিতে প্রদানকৃত একটি চলচ্চিত্র পুরস্কার। ভয়ের, বিজ্ঞান কল্পকাহিনী, বা শুধু কল্পনা ভিত্তিক চলচ্চিত্র, টেলিভিশন ধারাবাহিক, ও হোম ভিডিওর ওপর উচ্চমান সম্পন্ন কাজের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ড. ডোনাল্ড এ. রিড, ১৯৭২ সালে স্যাটার্ন পুরস্কার চালু করেন। তিনি সেসময় লক্ষ্য করেছিলেন যে চলচ্চিত্রের এ সকল বিভাগগুলো তাদের প্রাপ্য উৎসাহমূলক কোনো পুরস্কার থেকে বঞ্চিত হচ্ছে।[] পুরস্কারের ট্রফিটি শনি গ্রহের মতো করে তৈরি করা হয়েছে। পুরস্কারটি মাঝে মাঝে গোল্ডেন স্ক্রল নামেও অভিহিত করা হয়।

স্যাটার্ন অ্যাওয়ার্ড
Saturn Award
বিবরণচলচ্চিত্র ও টেলিভিশনে বিজ্ঞান কল্পকাহিনী, ফ্যান্টাসি এবং ভয়ের চলচ্চিত্রে কাজের পুরস্কার হিসেবে
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
পুরস্কারদাতাঅ্যাকাডেমি অফ সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি অ্যান্ড হরর ফিল্মস
প্রথম পুরস্কৃত১৯৭২
ওয়েবসাইটhttp://www.saturnawards.org/

অন্যান্য পুরস্কার, যেমন, অস্কার, এমি, এবং গ্র্যামির মতোই স্যাটার্ন পুরস্কারও সদস্যদের ভোটের মাধ্যমে প্রদান করা হয়। এছাড়া কোনো একটি ক্ষেত্রে জীবনব্যাপী কাজের জন্য স্বীকৃতি দেবার বিভাগও রয়েছে। ১৯৭২ সালে উইলিয়াম শ্যাটনার, টেলিভিশন অনুষ্ঠান স্টার ট্রেক-এ ক্যাপ্টেন জেমস টি. কার্ক চরিত্রে অভিনয়ের জন্য প্রথমবারের মতো স্যাটার্ন পুরস্কার লাভ করেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Academy of Science Fiction, Fantasy, and Horror ... and the Saturn Goes to ..."হাফিংটন পোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২৫ 
  2. ["IMDB page[[বিষয়শ্রেণী:ইংরেজি ভাষার লেখা থাকা নিবন্ধ]]"। ৩ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১০  ইউআরএল–উইকিসংযোগ দ্বন্দ্ব (সাহায্য) IMDB page]

বহিঃসংযোগ

সম্পাদনা