ম্যাগনেসিয়াম বাইকার্বোনেট

রাসায়নিক যৌগ

ম্যাগনেসিয়াম বাইকার্বোনেট একটি অজৈব যৌগ যার রাসায়নিক সংকেত Mg(HCO3 )2 । এই যৌগটি ম্যাগনেসিয়াম হাইড্রোজেন কার্বনেট নামেও পরিচিত। এটি ম্যাগনেসিয়ামের বাইকার্বনেট লবণ।

ম্যাগনেসিয়াম বাইকার্বোনেট
ম্যাগনেসিয়াম বাইকার্বোনেট
নামসমূহ
ইউপ্যাক নাম
ম্যাগনেসিয়াম হাইড্রোজেনকার্বনেট
অন্যান্য নাম
ম্যাগনেসিয়াম বাইকার্বনেট
শনাক্তকারী
ত্রিমাত্রিক মডেল (জেমল)
কেমস্পাইডার
ইসিএইচএ ইনফোকার্ড ১০০.০১৬.৫৮২
ইসি-নম্বর
  • 218-240-1
ই নম্বর E৫০৪(ii) (অম্লতা নিয়ন্ত্রক, ...)
ইউএনআইআই
  • InChI=1S/2CH2O3.Mg/c2*2-1(3)4;/h2*(H2,2,3,4);/q;;+2/p-2
    চাবি: QWDJLDTYWNBUKE-UHFFFAOYSA-L
  • OC(=O)O[Mg]OC(=O)O
  • [Mg+2].OC([O-])=O.OC([O-])=O
বৈশিষ্ট্য
Mg(HCO3)2
আণবিক ভর ১৪৬.৩৪ গ্রাম/মোল
০.০৭৭ গ্রাম/ (১০০ মিলিলিটারL)
সম্পর্কিত যৌগ
Calcium bicarbonate
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে।
YesY যাচাই করুন (এটি কি YesY☒না ?)
তথ্যছক তথ্যসূত্র

প্রস্তুতি সম্পাদনা

লঘু কার্বনিক অ্যাসিডের (যেমন সেল্টজার জল ) সঙ্গে এবং ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ার করে ম্যাগনেসিয়াম বাইকার্বোনেট তৈরি করা যায়।

অন্য একটি পদ্ধতিতে, ম্যাগনেসিয়াম অ্যাসিটেটের সঙ্গে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম বাইকার্বোনেট প্রস্তুত করা যেতে পারে। বিক্রিয়াটি নিচে দেওয়া হলো:

Mg(CH3COO)2 + 2 NaHCO3 → Mg(HCO3)2 + 2 CH3COONa

ম্যাগনেসিয়াম বাইকার্বনেট শুধুমাত্র জলীয় দ্রবণেই পাওয়া যায়। লিথিয়ামের মতো ম্যাগনেসিয়াম কঠিন বাইকার্বোনেট গঠন করে না। তাই এটি তৈরি করতে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে চাপযুক্ত কার্বন ডাই অক্সাইড প্রবেশ করানো হয়। এই বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম বাইকার্বোনেটের দ্রবণ তৈরি হয়। [১] বিক্রিয়াটি হলো:

Mg(OH) 2 + 2 CO 2 → Mg(HCO 3 ) 2

উৎপন্ন দ্রবণটি গরম করে শুষ্ক করলে ম্যাগনেসিয়াম বাইকার্বনেট ভেঙ্গে গিয়ে ম্যাগনেসিয়াম কার্বনেট, কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন করে:

Mg 2+ + 2 HCO 3 → MgCO 3 + CO 2 + H 2 O

তথ্যসূত্র সম্পাদনা

  1. Margarete Seeger; Walter Otto; Wilhelm Flick; Friedrich Bickelhaupt; Otto S. Akkerman। "Magnesium Compounds"। উলম্যানস এনসাইক্লোপিডিয়া অব ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি। ওয়েইনহেইম: উইলি-ভিসিএইচ। ডিওআই:10.1002/14356007.a15_595.pub2