মোহাম্মদ শরীফ (ক্রিকেটার)

বাংলাদেশী ক্রিকেটার

মোহাম্মদ শরীফ (জন্ম: ১২ ডিসেম্বর, ১৯৮৫) নারায়ণগঞ্জে জন্মগ্রহণকারী বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটার।[১] ২০০১ থেকে ২০০২ মেয়াদে বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার হিসেবে অংশগ্রহণ করেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিং করেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ঢাকা বিভাগ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বরিশাল বিভাগরংপুর রাইডার্সের প্রতিনিধিত্ব করেছেন মোহাম্মদ শরীফ।

মোহাম্মদ শরীফ
ক্রিকেট তথ্য
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম-ফাস্ট
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১০ ১০৫ ৮১
রানের সংখ্যা ১২২ ৫৩ ২৫২৮ ৭২৩
ব্যাটিং গড় ৭.১৭ ১৩.২৫ ১৮.১৮ ১৩.৯০
১০০/৫০ -/- -/- ১/৭ ০/২
সর্বোচ্চ রান ২৪* ১৩* ১৪৭* ৫৮*
বল করেছে ১৬৫১ ৪৯৯ ১৬৩৯৬ ৩,৬৭৬
উইকেট ১৪ ১০ ৩৩২ ১২৬
বোলিং গড় ৭৯.০০ ৪২.৪০ ২৭.৩৮ ২৩.৩৪
ইনিংসে ৫ উইকেট - - ১৪
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ৪/৯৮ ৩/৪০ ৬/২৪ ৫/২০
ক্যাচ/স্ট্যাম্পিং ৫/- ১/- ৫৯/– ২৯/–
উৎস: ক্রিকইনফো, ২২ সেপ্টেম্বর ২০১৫

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

সমগ্র খেলোয়াড়ী জীবনে ১০ টেস্ট ও ৯টি একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন তিনি। জিম্বাবুয়ে সফরে একদিনের আন্তর্জাতিকের সিরিজে অংশ নেয়ার সাড়ে পাঁচ বছর পর ভারত সফরে যান। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে তিনি তেমন সুবিধা করতে পারেননি। ফলশ্রুতিতে দল থেকে বাদ পড়েন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Williamson, Martin। "player profile of Mohammad Sharif"espncricinfo। সংগ্রহের তারিখ 23 September  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

আরও দেখুন সম্পাদনা