মোহাম্মদ বরকতুল্লাহ (প্রযোজক)
বাংলাদেশ টেলিভিশন প্রযোজক
মোহাম্মদ বরকতুল্লাহ (১৯৪৪ - ৩ আগস্ট ২০২০) ছিলেন একজন বাংলাদেশী টেলিভিশন ব্যক্তিত্ব, পরিচালক এবং প্রযোজক।[১] তিনি বাংলাদেশ টেলিভিশনের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিটিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক যেমন কোথাও কেউ নেই, সকাল সন্ধ্যা, ঢাকায় থাকি এবং নক্ষত্রের রাত পরিচালনা ও নির্মাণের জন্য তিনি উল্লেখযোগ্য ছিলেন।[২] তিনি চ্যানেল ওয়ান ও বাংলাভিশনের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।[৩]
মোহাম্মদ বরকতুল্লাহ | |
---|---|
জন্ম | ১৯৪৪ |
মৃত্যু | (বয়স ৭৬) ঢাকা, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | প্রযোজক, পরিচালক |
দাম্পত্য সঙ্গী | জিনাত বরকতুল্লাহ |
সন্তান | বিজরী বরকতুল্লাহ |
ব্যক্তিগত জীবন
সম্পাদনাবরকতুল্লাহর বিয়ে করেছিলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকতুল্লাহকে।[২] একসঙ্গে তাদের দুই কন্যা, অভিনেত্রী, মডেল ও নৃত্যশিল্পী বিজরী বরকতুল্লাহ এবং কাজরী বরকতুল্লাহ।[২]
বাংলাদেশে কোভিড-১৯ মহামারী চলাকালীন কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর ঢাকার গ্রীন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালে ৩ আগস্ট ২০২০-তে তিনি মারা যান।
পরিচালিত নাটক
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "করোনায় মারা গেলেন অভিনেত্রী বিজরীর বাবা"। ittefaq। ২০২০-০৮-০৩। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৪।
- ↑ ক খ গ "Noted TV producer Md Barkatullah passes away with Covid-19"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০২০-০৮-০৩। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৪।
- ↑ "Former BTV producer Md Barkatullah dies of Covid-19"। ঢাকা ট্রিবিউন। ২০২০-০৮-০৩। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৪।