চ্যানেল ওয়ান (বাংলাদেশী টিভি চ্যানেল)
চ্যানেল ওয়ান ছিল একটি বাংলাদেশী উপগ্রহ-ভিত্তিক টেলিভিশন চ্যানেল। ২০০৬ সালের ২৪ জানুয়ারি ঢাকা হতে এর সম্প্রচার শুরু হয়। ওয়ান গ্রুপ এর অধীন ওয়ান এন্টারটেইনমেন্ট লিমিটেড এই চ্যানেলটির মালিক। [১] বাংলাদেশ সময় সকাল সকাল ৮টা, দুপুর ১২টা ও আড়াইটা, বিকাল পাঁচটা, সাড়ে ছয়টা, সাড়ে সাতটা এবং রাত ১০টা, সাড়ে বারটা, এবং তিনটায় এই চ্যানেলে সংবাদ প্রচারিত হয়।
ওয়ান | |
---|---|
বন্ধ | ২৭ এপ্রিল ২০১০ |
মালিকানা | ওয়ান এন্টারটেইনমেন্ট লিমিটেড |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
প্রধান কার্যালয় | ঢাকা, বাংলাদেশ |
পূর্বতন নাম | বাংলা চ্যানেল (১৯৯৩-২০০৫) |
বন্ধ
সম্পাদনা২০০৬ সালে, ওয়ান এন্টারটেইনমেন্ট স্টেশনের সম্প্রচার সরঞ্জামকে জামানত রেখে দিয়ে প্রাইম ব্যাংক থেকে লোন নেয়। ২০০৮ সালে, ব্যাংক লোন পরিশোধ করার আহ্বান করে এবং লোন পরিশোধ না করার কারণে ব্যাংকটি জামানতে রাখা সরঞ্জামগুলি নিলামে উঠালে পিপলস এন্টারটেইনমেন্ট লিমিটেডে তা কিনে নেয়। চ্যানেল ওয়ান তারপরেও এর কার্যক্রম চালাতে থাকে, যেটিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভাড়া করা সরঞ্জাম দিয়ে চালানো হচ্ছে বলে সাব্যস্ত করে, যা বাংলাদেশের টেলিযোগাযোগ আইনের লঙ্ঘন।[২] ফলস্বরূপ, বিটিআরসি ২৭ এপ্রিল ২০১০ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে চ্যানেলটি বন্ধ করে দেয়। এটির চূড়ান্ত সম্প্রচার ছিল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের সংবাদ বুলেটিন।[৩]
পুনরায় চালু
সম্পাদনাচ্যানেল ওয়ানের ঊর্ধ্বতন পর্যায়ের সাবেক এক কর্মী কালবেলাকে বলেন, প্রতিষ্ঠানটি চালুর বিষয়ে কাজ শুরু করেছে মালিকপক্ষ। সেজন্য তারা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে সম্প্রচারে আসতে একটু সময় লাগবে। ইতোমধ্যেই সাবেক কর্মীরা ‘গেট টুগেদার’ করেছেন। তাদের কারও কারও সঙ্গে যোগাযোগ রাখছে মালিকপক্ষ।[৪] শীঘ্রই চালু হবে চ্যানেল ওয়ান।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Channel One goes on air from Jan 24 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ সেপ্টেম্বর ২০০৬ তারিখে, ডেইলি নিউ নেশন, বাংলাদেশ, ১৫ জানুয়ারী, ২০০৬।
- ↑ "চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ"। বিবিসি নিউজ বাংলা। ২৭ এপ্রিল ২০১০। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২০।
- ↑ চ্যানেল ওয়ান বন্ধ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ মার্চ ২০১২ তারিখে, সর্বশেষ সংস্করনঃ ১০ সেপ্টেম্বর ২০১১.
- ↑ "আবারো চালু হচ্ছে বন্ধ করে দেওয়া গণমাধ্যমগুলো"। কালবেলা। ২২ সেপ্টেম্বর,২০২৪। সংগ্রহের তারিখ ১ অক্টোবর,২০২৪। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=, |সংগ্রহের-তারিখ=
(সাহায্য)