মোহাম্মদ কামাল ইসমাইল
মোহাম্মদ কামাল ইসমাইল (মিশরীয় আরবি: محمد كمال اسماعيل; ১৩ সেপ্টেম্বর ১৯০৮ - ২ আগস্ট ২০০৮) একজন মিশরীয় স্থপতি ছিলেন।
মোহাম্মদ কামাল ইসমাইল | |
---|---|
জন্ম | ১৩ সেপ্টেম্বর ১৯০৮ |
মৃত্যু | ২ আগস্ট ২০০৮ | (বয়স ৯৯)
জাতীয়তা | মিশর |
উল্লেখযোগ্য প্রকল্পসমূহ | মসজিদ আল-হারাম মসজিদে নববী |
তার সর্বাধিক প্রসিদ্ধ কাজ হলো মক্কার মসজিদ আল-হারাম ও মদিনার মসজিদে নববীর সম্প্রসারণ।[১][২] একই সঙ্গে মিশরের মোগাম্মা এবং মিশরের হাইকোর্ট ভবনের নাম নকশা ও সম্প্রসারণেও তার ভুমিকা ছিল।[৩] মিশরের ইতিহাসে তিনিই ছিলেন প্রথম সর্বকনিষ্ঠ শিক্ষার্থী- যিনি হাইস্কুল শেষে ‘রয়েল স্কুল অব ইঞ্জিনিয়ারিং’-এ ভর্তি হয়ে স্নাতক সম্পন্ন করেন। ইউরোপে পাঠানো ছাত্রদের ভেতরেও তিনি ছিলেন সর্বকনিষ্ঠ, ইসলামি স্থাপত্যশৈলীর ওপর তিনটি ডক্টরেট ডিগ্রিপ্রাপ্ত প্রথম মিশরীয় প্রকৌশলী।
মোহাম্মাদ কামাল ইসমাইল প্রথম প্রকৌশলী, যিনি হারামাইন (মক্কা-মদিনা) সম্প্রসারণ প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নের ভার নিজের কাঁধে তুলে নেন। এই সুবিশাল কর্মযজ্ঞ তত্ত্বাবধান করার জন্য সৌদি বাদশাহ ফাহাদ এবং বিন লাদেন গ্রুপের সুপারিশ থাকা সত্ত্বেও তিনি কোনো পারিশ্রমিক গ্রহণ করেননি।[৩][৪]
ব্যক্তিগত জীবনে তিনি ৪৪ বছর বয়সে বিয়ে করেন। তাঁর স্ত্রী সন্তান জন্ম দিয়ে মারা যান। এরপর তিনি আর বিয়ে করেননি।[৪]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "د حرمينو د اوسني تعمير او توسيع ابتکار د چا دی؟"। nunn.asia। ১৯ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০২০।
- ↑ "Mohamed Kamal Ismail"। enggcc.org। ২৩ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০২০।
- ↑ ক খ "Untold Story : Kamaal, The Man Who Designed Makkah & Madina Masajid"। ismatimes.com। ২ জুলাই ২০২০। ২৪ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০২০।
- ↑ ক খ "The man who designed the (haramain) Makkah and Madina mosques"। Yusoff Ahmad Shariff। ১৭ মে ২০২০। ৮ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০২১।