মোহাম্মদ আলী (অধ্যাপক)

বাংলাদেশী শিক্ষাবিদ

মোহাম্মদ আলী (১৯৩৪ - ২০২১) একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য। এছাড়াও তিনি তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এবং সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য ছিলেন।[১]

অধ্যাপক
মোহাম্মদ আলী
অধ্যাপক মোহাম্মদ আলী
উপাচার্য
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
কাজের মেয়াদ
১৯ এপ্রিল ১৯৮৫ – ২২ মে ১৯৮৮
পূর্বসূরীএম এ আজিজ খান
উত্তরসূরীআলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৩৪
পাইন্দং, ফটিকছড়ি, চট্টগ্রাম, বাংলাদেশ
মৃত্যুজুন ২০২১ (বয়স ৮৬–৮৭)
জাতীয়তাবাংলাদেশী
দাম্পত্য সঙ্গীখালেদা হানুম
সন্তান
প্রাক্তন শিক্ষার্থীঅক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
পেশাশিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয় প্রশাসক

জন্ম সম্পাদনা

তিনি ১৯৩৪ সালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং এ জন্মগ্রহণ করেন।[২][৩]

শিক্ষা সম্পাদনা

আলী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করেন।[৪]

কর্মজীবন সম্পাদনা

মোহাম্মদ আলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইংরেজি বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেন। তিনি বিভাগটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন।

দীর্ঘ কর্মজীবনে অধ্যাপনার পাশাপাশি তিনি চবির সিনেট ও সিন্ডিকেট সদস্য, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।[৫]

মোহাম্মদ আলী ১৯৮৫ সালের ১৯ এপ্রিল থেকে ১৯৮৮ সালের ২২ মে পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এবং সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য ছিলেন।[৬][৭]

প্রকাশনা সম্পাদনা

তিনি ইংরেজি সাহিত্য ও সমসাময়িক রাজনীতি নিয়ে একাধিক বই রচনা করেছেন। এছাড়া তিনি বাংলা একাডেমি প্রবর্তিত অভিধানের অন্যতম সম্পাদক ছিলেন।[৮][৯]

মৃত্যু সম্পাদনা

মোহাম্মদ আলী ২০২১ সালের ২৪ জুন চট্টগ্রামে মৃত্যুবরণ করেন।[১০]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "চবির সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী আর নেই"জাগো নিউজ। ২৫ জুন ২০২১। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২১ 
  2. "চবির সাবেক উপাচার্য মোহাম্মদ আলীর ইন্তেকাল"দ্যা ডেইলি ক্যাম্পাস। ২৫ জুন ২০২১। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২১ 
  3. "১ বছরেই ১৫ শিক্ষককে চিরতরে হারিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জুলাইতেই ছয়"চট্টগ্রাম প্রতিদিন। ৩০ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২২ 
  4. "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য মোহআম্মদ আলী আর নেই"কালের কণ্ঠ। ২৫ জুন ২০২১। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২১ 
  5. "শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ আলীর ইন্তেকাল"বার্তা২৪.কম। ২৪ জুন ২০২১। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২১ 
  6. "Office of the Vice Chancellor" [উপাচার্যের দপ্তর]। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২১ 
  7. "মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ আলী"দেশ রূপান্তর। ২৫ জুন ২০২১। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২১ 
  8. "চবির সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী আর নেই"চট্টলা নিউজ। ২৪ জুন ২০২১। ৫ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২১ 
  9. "চবির সাবেক উপাচার্য মোহাম্মদ আলী আর নেই"সিভয়েস। ২৪ জুন ২০২১। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২১ 
  10. "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ আলীর মৃত্যু"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৫ জুন ২০২১। ৫ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২১