মোহাম্মদ আবু হেনা (জন্ম: ১৯৩৭) বাংলাদেশি সাবেক সরকারি কর্মকর্তা যিনি সচিব ছিলেন। তিনি ছিলেন বাংলাদেশের সপ্তম প্রধান নির্বাচন কমিশনার[১][২]

মোহাম্মদ আবু হেনা
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার
কাজের মেয়াদ
৯ এপ্রিল ১৯৯৬ – ৮ মে ২০০০
পূর্বসূরীএ কে এম সাদেক
উত্তরসূরীএম এ সাঈদ
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৩৭
বাহাদুরপুর, পাংশা, রাজবাড়ি, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
(বর্তমান বাংলাদেশ)
জাতীয়তাব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
বাংলাদেশ
পিতামাতাআমানত আলী মল্লিক (পিতা)
বেগম শাসুন্নাহার (মাতা)
বাসস্থানবারিধারা, ঢাকা

প্রাথমিক জীবন সম্পাদনা

আবু হেনা ১৯৩৭ সালে রাজবাড়ির পাংশার বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন।[৩] তার পিতার নাম আমানত আলী মল্লিক ও মাতার নাম বেগম শাসুন্নাহার।[৪]

কর্মজীবন সম্পাদনা

মোহাম্মদ আবু হেনা তৎকালীন পাকিস্তান সিভিল সার্ভিসে (সিএসপি) ১৯৬৩ সালে যোগদান করেন। তিনি ৯ এপ্রিল ১৯৯৬ সালে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়ে ৮ মে ২০০০ সালে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।[১][৫] ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচন তার কমিশনের অধীনে অনুষ্ঠিত হয়৷[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "প্রধান নির্বাচন কমিশনারদের কার্যকাল"www.ec.org.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২১ 
  2. "ইতিহাসের পাতায় বাংলাদেশের নির্বাচন কমিশন"ডয়চে ভেলে বাংলা। ৬ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২১ 
  3. "আবু হেনার ক্যারিয়ার বৈচিত্রময় : গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা"বাসস। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২১ 
  4. "পাংশায় সাবেক সিইসি আবু হেনার পিতা-মাতার স্মরণে দোয়া মাহফিল"দৈনিক মাতৃকণ্ঠ (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৬-১৩। সংগ্রহের তারিখ ২০২২-০৩-০২ 
  5. মঈনুল হক চৌধুরী (৪ ফেব্রুয়ারি ২০১৭)। "সাবেকদের ইসি ভাবনা"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৮ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২১