মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ
মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ স্বাধীনতা অর্জনের পূর্বকালে মোহাম্মদপুর এলাকাটি ছিল প্রধানত অবাঙালিদের আবাসিক উপশহর। তৎকালে এখানে উর্দু ভাষীদের প্রাধান্য ছিল। ফলে পূর্ববঙ্গ তথা বাংলাদেশের প্রধান শহর বা রাজধানীর এই এলাকায় গড়ে ওঠে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের কয়েকটি উর্দু শিক্ষা প্রতিষ্ঠান। এটি একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান।
মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ | |
---|---|
অবস্থান | |
তথ্য | |
ধরন | আধা -সরকারি |
প্রতিষ্ঠাকাল | ১৯৬৯ |
ইআইআইএন | ১০৮২৫৪ |
সভাপতি | এ্যাড. জাহাঙ্গীর কবির নানক[১] |
অধ্যক্ষ | শারমিনা পারভিন "ভারপ্রাপ্ত" |
কর্মকর্তা | 150+ |
শ্রেণি | একাদশ থেকে দ্বাদশ, আনার্স এবং মাষ্টার্স |
শিক্ষার্থী সংখ্যা | ১৮,০০০ জন (প্রায়) |
ক্যাম্পাস | শহুরে (৩.৫ একর) |
রং | সাদা এবং কালো |
স্লোগান | জ্ঞানই শক্তি |
ক্রীড়া | ফুটবল, ক্রিকেট ইত্যাদি |
ডাকনাম | MKC |
অন্তর্ভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
ওয়েবসাইট | ওয়েবসাইট |
ইতিহাস
সম্পাদনামোহাম্মদপুর কলেজ, মোহাম্মদপুর গার্লস কলেজ ও ধানমণ্ডি সেন্ট্রাল কলেজকে একত্রীকরণের মাধ্যমে ১৯৭৫ সালে নাম দেয়া ‘মোহাম্মদপুর সেন্ট্রাল কলেজ’। পরবর্তীকালে এই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠার ঐতিহাসিক পরিপ্রেক্ষিত ও বাংলা ভাষা ব্যবহারের গুরুত্ব বিবেচনা করে ‘সেন্ট্রাল’ শব্দটির পরিবর্তে এর বাংলা প্রতিশব্দ ‘কেন্দ্রীয়’ গৃহীত হয়। এভাবেই কলেজের নাম হয় ‘মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ’। ১৯৬৯ সালে প্রতিষ্ঠার পর থেকে উল্লিখিত বিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠানটি নানা চড়াই-উৎরাই পার হয়ে আজকের এই অবস্থানে এসে পৌঁছেছে।[২] মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক ও স্নাতক (পাস) পর্যায়ে যথাক্রমে ২১ ও ২১ টি বিষয়ে পাঠদান করা হয়। স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে যথাক্রমে ১১ ও ১২ টি বিভাগ চালু রয়েছে। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রফেশনাল কোর্সের আওতায় স্নাতক সম্মান সমমানের বিবিএ ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE) কোর্স চালু আছে।
ক্যাম্পাস
সম্পাদনা৩.৫ একরের একটি ছোট ক্যাম্পাস। ক্যাম্পাসের ৩ দিকেই বিশাল ভবন দ্বারা ঘেরা। ক্যাপাসের মাঝে রয়েছে খেলার মাঠ। মাঠের পাশে সারি বদ্ধ কিছু বৃক্ষ। রয়েছে একটি মসজিদ। সবসময় মুখোরিত থাকে ক্যাম্পাসটি।
বিভাগসমূহ
সম্পাদনাবাংলা, ইংরেজি, অর্থনীতি, ভূগোল ও পরিবেশ, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান, সমাজকর্ম, গার্হস্থ্য অর্থনীতি, ইসলাম শিক্ষা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পদার্থবিদ্যা, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, গণিত, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, অর্থায়ন ও ব্যাংকিং, বিপণন বিদ্যা, কম্পিউটারবিজ্ঞান,পর্যটন
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২ মে ২০২০ তারিখে
আরো পড়ুন
সম্পাদনা- রতনতনু ঘোষ - (৩১ ডিসেম্বর, ১৯৬৪ - ৩ সেপ্টেম্বর, ২০১৬), বাংলাদেশী কবি ও সাহিত্যিক।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ https://www.jugantor.com/todays-paper/city-news/19809/মোহাম্মদপুর-কেন্দ্রীয়-কলেজের-নবীনবরণ-অনুষ্ঠিত?
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৭ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২১।
বাংলাদেশের শিক্ষা বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |