মোস্তফা জামান ইসলাম

বাংলাদেশী বিচারক

মোস্তফা জামান ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি।[১]

মোস্তফা জামান ইসলাম
বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারক
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশী
জীবিকাবিচারক

জীবনের প্রথমার্ধ সম্পাদনা

ইসলামের জন্ম ১০ ফেব্রুয়ারি ১৯৬৮ সালে।[২] তিনি আইন বিষয়ে স্নাতক ও স্নাতক ডিগ্রি অর্জন করেন।[২]

কর্মজীবন সম্পাদনা

১৯৯১ সালের ১৯ মে জেলা আদালতে ইসলাম তার আইনি অনুশীলন শুরু করেন।[২] ১৩ মার্চ ১৯৯৩ সালে ইসলাম হাইকোর্ট বিভাগে আইনজীবী হন। তিনি ১৯৯৬ সালে সার্ক আইন সম্মেলনে অংশগ্রহণ করেন।[২]

ইসলাম এবং সুপ্রীম কোর্টের অন্য পাঁচজন আইনজীবী জামায়াতে ইসলামী বাংলাদেশের নির্বাচনী প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা ব্যবহার করার বিরুদ্ধে একটি পিটিশন দাখিল করেছিলেন কারণ তারা দাবি করেছিলেন যে এটি আদালতের প্রতীক ছিল ২০০৬ সালের মে মাসে।[৩]

ইসলাম ২০০৯ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন।[৪]

ইসলাম ২৮ ডিসেম্বর ২০১০ সালে আপিল বিভাগের আইনজীবী হন।[২] তিনি ২০ অক্টোবর ২০১১ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান।[২] সেপ্টেম্বর ২০১২ সালে, ইসলাম ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ৩১ ডিসেম্বর ২০০৯ সালে গেজেট বিজ্ঞপ্তি জারি করা সত্ত্বেও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রবীণ শিক্ষকদের অবসরের বয়স বৃদ্ধিতে সরকার ব্যর্থতার বিষয়ে প্রশ্ন তোলেন।[৫] ইসলামকে ৭ অক্টোবর ২০১৩ সালে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।[২] [৬]

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ইসলামকে বাংলাদেশ রাইফেলস বিদ্রোহের রায়ের আপিল শুনানি থেকে অপসারণ করে তার জায়গায় বিচারপতি নজরুল ইসলাম তালুকদারকে নিয়োগ দেন। আগস্ট ২০১৫ সালে ইসলাম ও বিচারপতি নাইমা হায়দার সরকারকে আটক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ রিজভী আহমেদকে হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।[৭]

ইসলাম এবং বিচারপতি ভবানী প্রসাদ সিনহা ২০১৭ সালের আগস্টে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদস্যদের দ্বারা সংঘটিত নারায়ণগঞ্জ সেভেন হত্যা মামলার রায় বহাল রাখেন এবং তাদের রায়ে আইন প্রয়োগকারী সংস্থাকে রক্ষা করেন।[৮]

২০২১ সালের সেপ্টেম্বরে ইসলাম ও বিচারপতি কে.এম. জাহিদ সারোয়ার একটি রায়ে ঘোষণা করেছিলেন যে পরীমনি জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার পুলিশ হেফাজতে রেখে নিম্ন আদালত নিয়ম লঙ্ঘন করেছে।[৯] তারা মামলায় নিম্ন আদালতের বিচারকদের আচরণের সমালোচনা করেন।[১০] নিম্ন আদালতের ম্যাজিস্ট্রেটরা তাদের কৃতকর্মের জন্য হাইকোর্ট বেঞ্চের কাছে ক্ষমা চেয়েছেন।[১১]

২০২৩ সালের এপ্রিলে, ইসলাম ও বিচারপতি মোঃ আমিনুল ইসলাম ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে জামিন দেন।[১২] ইসলাম ও বিচারপতি মোঃ আমিনুল ইসলাম ২০২৩ সালের মার্চ মাসে ঢাকা ও গাজীপুরে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের চারটি মামলায় ইসলাম প্রচারক রফিকুল ইসলাম মাদানীকে জামিন দেন।[১৩] গত মে মাসে ইসলাম ও বিচারপতি মোঃ আমিনুল ইসলামের জামিন মঞ্জুর করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ পাঁচটি মামলা।[১৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Justice Mostafa Zaman Islam of the High Court Division of the Supreme Court - Countryside - observerbd.com"The Daily Observer। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৮ 
  2. "Home : Supreme Court of Bangladesh"www.supremecourt.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৮ 
  3. "Writ petition filed against use of Jamaat's poll symbol"The Daily Star। ৩ মে ২০০৬। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৮ 
  4. "President appoints 26 DAGs"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০০৯-০২-০৯। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৮ 
  5. "HC questions govt inaction"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১২-০৯-০৪। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৮ 
  6. "News in Brief"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৩-১০-০৮। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৮ 
  7. "Hospitalise Rizvi, HC tells jail authorities"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৮-১৯। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৮ 
  8. Staff Correspondent (২০১৭-০৮-২৩)। "How cruel can man be"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৮ 
  9. "Lower courts abused their authority: HC"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০২১-০৯-০২। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৮ 
  10. Staff Correspondent (২০২১-০৯-৩০)। "Pori on Remand: 'They have undermined this court'"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৮ 
  11. "Magistrates apologise for Pori Moni remand decisions"bdnews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৮ 
  12. "Case under DSA: Prothom Alo has the right to get justice"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৪-০৩। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৮ 
  13. "Rafiqul Islam Madani secures bail"Risingbd.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৮ 
  14. "Former Hefajat leader Mamunul gets bail in five cases"New Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৮