মোইসেস রামিরেস

ইকুয়েডরীয় ফুটবল খেলোয়াড়

ওয়েলিংতোন মোইসেস রামিরেস প্রেসিয়াদো (স্পেনীয়: Moisés Ramírez; জন্ম: ৯ সেপ্টেম্বর ২০০০; মোইসেস রামিরেস নামে সুপরিচিত) হলেন একজন ইকুয়েডরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইকুয়েডরীয় ক্লাব ইন্দিপেন্দিয়েন্তে এবং ইকুয়েডর জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

মোইসেস রামিরেস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ওয়েলিংতোন মোইসেস রামিরেস প্রেসিয়াদো
জন্ম (2000-09-09) ৯ সেপ্টেম্বর ২০০০ (বয়স ২৩)
জন্ম স্থান গুয়াইয়াকিল, ইকুয়েডর
উচ্চতা ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
ইন্দিপেন্দিয়েন্তে
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬:০৯, ৭ জুন ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৭ সালে, রামিরেস ইকুয়েডর অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ইকুয়েডরের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় চার বছর যাবত ইকুয়েডরের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে ইকুয়েডরের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইকুয়েডরের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

ওয়েলিংতোন মোইসেস রামিরেস প্রেসিয়াদো ২০০০ সালের ৯ই সেপ্টেম্বর তারিখে ইকুয়েডরের গুয়াইয়াকিলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

সম্পাদনা

রামিরেস ইকুয়েডর অনূর্ধ্ব-১৭, ইকুয়েডর অনূর্ধ্ব-২০ এবং ইকুয়েডর অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে ইকুয়েডরের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৭ সালে তিনি ইকুয়েডর অনূর্ধ্ব-১৭ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। ইকুয়েডরের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৪ বছরে ৩১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

২০২১ সালের ৮ই অক্টোবর তারিখে, ২১ বছর ও ২৯ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী রামিরেস বলিভিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ইকুয়েডরের হয়ে অভিষেক করেছেন।[১] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[২] ম্যাচে তিনি ১ নম্বর জার্সি পরিধান করে গোলরক্ষক হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি ইকুয়েডর ৩–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] ইকুয়েডরের হয়ে অভিষেকের বছরে রামিরেস সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

সম্পাদনা

আন্তর্জাতিক

সম্পাদনা
৭ জুন ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
ইকুয়েডর ২০২১
২০২৩
সর্বমোট

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Ecuador vs. Bolivia - 8 October 2021 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১১ 
  2. "Ecuador - Bolivia 3:0 (WC Qualifiers South America 2020-2022, 11. Round)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১১ 
  3. "Ecuador - Bolivia, Oct 8, 2021 - World Cup qualification South America - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১১ 
  4. Strack-Zimmermann, Benjamin। "Ecuador vs. Bolivia"www.national-football-teams.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১১ 

বহিঃসংযোগ

সম্পাদনা