মাজহারুল ইসলাম সুজন

বাংলাদেশি রাজনীতিবিদ
(মোঃ মাজহারুল ইসলাম থেকে পুনর্নির্দেশিত)

মাজহারুল ইসলাম সুজন (জন্ম: ২৮ সেপ্টেম্বর ১৯৭৭) বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য[১]

মোঃ মাজহারুল ইসলাম
ঠাকুরগাঁও-২ আসনের
সংসদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৭ জানুয়ারি ২০২৪
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1977-09-28) ২৮ সেপ্টেম্বর ১৯৭৭ (বয়স ৪৬)
বড়বাড়ি ইউনিয়ন, বালিয়াডাঙ্গী উপজেলা, ঠাকুরগাঁও জেলা
নাগরিকত্ববাংলাদেশী
জাতীয়তাবাংলাদেশি
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
পিতামাতাদবিরুল ইসলাম
প্রাক্তন শিক্ষার্থীবিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়,
কলকাতা বিশ্ববিদ্যালয়
পেশারাজনীতিবিদ

প্রাথমিক জীবন সম্পাদনা

মাজহারুল ইসলাম সুজন ২৮ সেপ্টেম্বর ১৯৭৭ সালে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ঠাকুরগাঁও-২ আসনের সাত বারের নির্বাচিত এমপি ও মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম

সুজন বড়বাড়ি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে বালিয়াডাঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং সমিরউদ্দীন স্মৃতি কলেজ থেকে এইচএসসি পাস করেন। ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও কলকাতা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন।

কর্মজীবন সম্পাদনা

মাজহারুল ইসলাম সুজন বালিয়াডাঙ্গী সমির উদ্দীন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।

রাজনৈতিক জীবন সম্পাদনা

মাজহারুল ইসলাম সুজন ছাত্রাবস্থায় রাজনীতিতে যুক্ত ছিলেন। তিনি ১৯৯৫ সালে বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। ১৯৯৮ সালে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। ২০০১ সালে বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৮ সালে বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০১৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

পুনরায় ২০২০ সাল ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে সংসদ সদস্য মনোনীত হন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"আরটিভি। ৮ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২৪