বড়বাড়ী ইউনিয়ন, বালিয়াডাঙ্গী

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার একটি ইউনিয়ন
(বড়বাড়ি ইউনিয়ন থেকে পুনর্নির্দেশিত)

বড়বাড়ি ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

বড়বাড়ী
ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাঠাকুরগাঁও জেলা
উপজেলাবালিয়াডাঙ্গী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

আয়তন সম্পাদনা

বড়বাড়ি ইউনিয়নের আয়তন ৮৪১৯ একর

অবস্থান সম্পাদনা

বড়বাড়ি ইউনিয়নের উত্তরে পাড়িয়া ইউনিয়ন, পশ্চিমে আমজানখোর ইউনিয়ন, দক্ষিণে বড়পলাশবাড়ী ইউনিয়ন, পূর্বে চাড়োল ইউনিয়নও দুওসুও ইউনিয়ন । এই ইউনিয়নের পশ্চিমাংশ নিম্ন আঞ্চল এবং পূর্বাংশ উচু আঞ্চল।[১]

প্রশাসনিক এলাকা সম্পাদনা

ইতিহাস সম্পাদনা

বড়বাড়ি ইউনিয়ন ১৯৩৭ সনে ব্রিটিশ আমলে ফতেপুর গ্রাম পঞ্চায়েত নামে প্রতিষ্টিত হয়। কালের বিবর্তনে ১৯৭২ সালে ৮নং বড়বাড়ী ইউনিয়ন পরিষদ নামে এটি গঠিত হয়।[১]

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

বড়বাড়ি ইউনিয়নের মোট জনসংখ্যা ২৪৬৯১ জন, পুরুষ ১২৫২২ জন এবং নারী ১২১৬৯ জন।[১] বাংলাদেশর ১৯৯১ সনের আদমশুমারি অনুসারে বড়বাড়ি ইউনিয়নের জনসংখ্যা ১৮,৫৪৮ জন।[২]

শিক্ষা সম্পাদনা

অর্থনীতি সম্পাদনা

বড়বাড়ি ইউনিয়নে ব্যাপক কৃষি উপযোগী জমি এবং অনুকূল পরিবেশ থাকায় এখানকার কৃষকগণ কৃষিতে যথেষ্ট অবদান রাখছেন। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে অত্র ইউনিয়নটি পর্যাপ্ত উন্নতি সাধন করেছে। সরকারের সাহায্য পেলে ভবিষ্যতে বড়বাড়ি ইউনিয়ন আরো উন্নয়নসহ বিভিন্ন প্রযূক্তিতে এগিয়া যাবে বলে আশা করা যায়।[১]

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা

বিবিধ সম্পাদনা

দর্শনীয় স্থান সম্পাদনা

বড়বাড়ি ইউনিয়নের দর্শনীয় স্থানের মধ্যে আছে আমনদামন নদী, আধাঁর দীঘি পুকুর, বালিয়াডাঙ্গী শহীদ মিনার।[১]

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "এক নজরে বড়বাড়ী ইউনিয়ন"http://borobariup.thakurgaon.gov.bd। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৫  |প্রকাশক= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ জুলাই ২  অজানা প্যারামিটার |accessyear= উপেক্ষা করা হয়েছে (|access-date= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য); এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)