মোঃ আলী রেজা বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি।

জীবনের প্রথমার্ধ সম্পাদনা

রেজা ১৯৬৪ সালের ২৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন[১] তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর করেন।[১]

কর্মজীবন সম্পাদনা

রেজা ১৯৮৯ সালের ৩ এপ্রিল ঝিনাইদহ জেলা আদালতে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন।[১] তিনি ২৭ মে ১৯৯৩ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হন[১]

রেজা ১২ মে ২০১১ সালে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন আইনজীবী হন[১]

রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ৩১ জুলাই ২০২২ তারিখে রেজাকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত করেন।[২][৩] তিনি এবং অন্য দশজন নবনিযুক্ত বিচারক বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় যান।[৩]

রেজা এবং বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির একটি আবেদনের পরিপ্রেক্ষিতে কক্সবাজার জেলায় একটি পাহাড় কেটে সাংবাদিকদের জন্য আবাসন প্রকল্পের নির্মাণ বন্ধ করতে বাংলাদেশ সরকারকে নির্দেশ দেন।[৪] ২০২৩ সালের আগস্টে, রেজা এবং বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী দুর্নীতির বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএফএম আবদুল মঈনের একটি বক্তৃতার উপর একটি সংবাদ নিবন্ধ লেখার জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করার আদেশ দেন।[৫] যায়যায়দিনের সংবাদদাতা এই ছাত্র ভাষণ সম্পর্কে একটি নিবন্ধ লিখেছিল। বিশ্ববিদ্যালয় দাবি করেছে যে এটি বানোয়াট।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Home : Supreme Court of Bangladesh"www.supremecourt.gov.bd। ২০২৩-০৬-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৪ 
  2. Sarkar, Ashutosh (২০২২-০৮-০১)। "HC gets 11 new judges"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৪ 
  3. "11 new HC judges pay homage to Bangabandhu"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০২২-০৮-০৬। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৪ 
  4. "Housing for journos: HC stays hilly land allocation"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৭-২৪। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৪ 
  5. "HC stays suspension order of CoU student"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৮-১৪। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৪