মেচী সেতু
মেচী সেতু সড়কপথে নেপালের ঝাপা জেলার সাথে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলাকে যুক্ত করেছে। মেচী নদীর উপর তৈরি এই সেতু নেপালের সর্ব পূর্বে অবস্থিত ভারতের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের বন্দর বলা যেতে পারে। ২০১৯ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে এই সেতু উদ্বোধন হয়।[১] [২]
মেচী সেতু मेची पुल | |
---|---|
স্থানাঙ্ক | ২৬°৪৮′৪১.৩″ উত্তর ৮৮°০৯′৪৪.১″ পূর্ব / ২৬.৮১১৪৭২° উত্তর ৮৮.১৬২২৫০° পূর্ব |
অতিক্রম করে | মেচী নদী |
স্থান | পানিটাঙ্কি, দার্জিলিং জেলা, পশ্চিমবঙ্গ ভারত মেচীনগর পৌরসভা, ঝাপা জেলা নেপাল |
দাপ্তরিক নাম | সেতু০১/মহা০১ মেচী ব্রিজ |
রক্ষণাবেক্ষক | জাতীয় মহাসড়ক এবং পরিকাঠামো উন্নয়ন নিগম (এনএইচআইডিসিএল) |
বৈশিষ্ট্য | |
মোট দৈর্ঘ্য | ৫৮৩ মি (১,৯১৩ ফু) |
দীর্ঘতম স্প্যান | ২০ মি (৬৬ ফু) |
ইতিহাস | |
নির্মাণকারী | দীনেশচন্দ্র আর. অগ্রওয়াল ইনফ্রাকন (ডিআরএ ইনফ্রাকন) |
অবস্থান | |
অবস্থান
সম্পাদনাএই সেতু নেপাল নেপাল এর পূর্ব সীমান্তে অবস্থিত প্রদেশ নং ১-এর কাঁকড়ভিটা ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার পানিটাঙ্কি বাজারের মধ্যবর্তী। এর পূর্ব দিকে রয়েছে ভারতের রানীগঞ্জ চেকপোস্ট আর পশ্চিম দিকে রয়েছে নেপালের কাঁকড়ভিটা চেকপোস্ট। এটি বিপণন শহর বির্তামোড় থেকে পূর্বদিকে ২০ কিলোমিটার (১২ মা) এবং প্রদেশ নং ১-এর রাজধানী বিরাটনগর থেকে পূর্বদিকে ১১০ কিলোমিটার (৬৮ মা) দূরে অবস্থিত। এছাড়াও এটি পশ্চিমবঙ্গের উত্তর সীমান্তে অবস্থিত অন্যতম গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ি থেকে ২৬ কিলোমিটার (১৬ মা) দূরত্বে রয়েছে।
ভৌগোলিক ও রাজনৈতিকভাবে এই সেতুর উভয় দিক ভারতের অন্তর্গত কথা বলা যায় এই সেতুর অবস্থান ভারতে।
নির্মাণ
সম্পাদনাভারত ও নেপাল উভয় দেশের তৎপরতায় ভারতের জাতীয় মহাসড়ক এবং পরিকাঠামো উন্নয়ন নিগম (এনএইচআইডিসিএল)-এর উদ্যোগে ও ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকটর দীনেশচন্দ্র আর. অগ্রওয়াল ইনফ্রাকন (ডিআরএ ইনফ্রাকন)-এর সহায়তায় এই সেতু নির্মাণের কাজ সম্পন্ন হয়।
মহাসড়ক সংযোগ
সম্পাদনামেচী সেতু ভারতের ৩২৭বি নং জাতীয় সড়কের সাথে নেপালের মহেন্দ্র মহাসড়ককে সংযুক্ত করে। এটি ২ নং এশীয় মহাসড়কের অংশ।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Magazine, New Spolight। "PM Oli To Inaugurate Mechi Bridge In Bhadrapur"। SpotlightNepal (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-০৪।
- ↑ "Approval of MoU between India & Nepal for laying down implementation arrangement for construction of new Bridge over Mechi River"। Business Standard। ২৩ আগস্ট ২০১৭।