মেচীনগর (নেপালি: मेचीनगर) নেপালের ১ নং প্রদেশের ঝাপা জেলার একটি পৌরসভা ও নেপালের পূর্ব সীমান্তে ভারতের প্রধান প্রবেশ পথ। নেপালের কাস্টম অফিস কাকরভিটাতে অবস্থিত, যা পৌরসভার অংশ। শহরটি রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৪৭৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং প্রাদেশিক রাজধানী বিরাটনগর থেকে ১১৫ কিমি পূর্বে অবস্থিত।

কাকরভিটা ও ধুলাবাড়ি গ্রাম উন্নয়ন কমিটির সমন্বয়ে মেচীনগর পৌরসভা গঠন করা হয়েছিল। ২০১৭ সালে পৌরসভাকে এর নিকটবর্তী বাহুনডাঙ্গি, দুহাগড়ি, জায়মিরগড়ি ও ধাইগঞ্জ গ্রাম উন্নয়ন কমিটি পর্যন্ত সম্প্রসারণ করা হয়। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী এর জনসংখ্যা ১১১,৭৩৭ জন[১] এবং এর আয়তন ১৯২.৫২ বর্গকিলোমিটার। মেচীনগর দেশের সর্বোচ্চ জনসংখ্যার পৌরসভাগুলোর মধ্যে একটি।

ভূগোল সম্পাদনা

মেচীনগর নেপালের সবচেয়ে পূর্ব অংশে অবস্থিত। এটি ঝাপা জেলার সবচেয়ে বড় পৌরসভা। এর পশ্চিমে অঞ্জুনধারা ও বিরোতামোদ পৌরসভা, উত্তরে বুদ্ধ শান্তি গাওপালিকা ও ইলম জেলা, দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ ও পূর্বে মেচী নদী, যা শহর ও নেপালকে ভারত থেকে বিভক্ত করেছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "नेपालको राष्ट्रिय जनगणना २०६८ (गाविस तह)" (পিডিএফ)জাতীয় পরিকল্পনা কমিশন। নেপাল সরকার। ২৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ সম্পাদনা