মুহাম্মদ শরিফ মুহাম্মদ রাজাই বকর

মিশরীয় ফুটবল খেলোয়াড়

মুহাম্মদ শরিফ মুহাম্মদ রাজাই বকর (আরবি: محمد شريف محمد رجائي بكر, ইংরেজি: Mohamed Sherif; জন্ম: ৪ ফেব্রুয়ারি ১৯৯৬; মুহাম্মদ শরিফ নামে সুপরিচিত) হলেন একজন মিশরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মিশরের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর মিশরীয় প্রিমিয়ার লিগের ক্লাব আল আহলি এবং মিশর জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১] তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

মুহাম্মদ শরিফ
২০২১ সালে শরিফ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মুহাম্মদ শরিফ মুহাম্মদ রাজাই বকর
জন্ম (1996-02-04) ৪ ফেব্রুয়ারি ১৯৯৬ (বয়স ২৮)
জন্ম স্থান কায়রো, মিশর
উচ্চতা ১.৮৪ মিটার (৬ ফুট  ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আল আহলি
জার্সি নম্বর ১০
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৭:৪৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

শরিফ ২০২০ সালে মিশরের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; মিশরের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৮ ম্যাচে ৫টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

মুহাম্মদ শরিফ মুহাম্মদ রাজাই বকর ১৯৯৬ সালের ৪ঠা ফেব্রুয়ারি তারিখে মিশরের কায়রোতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

পরিসংখ্যান সম্পাদনা

আন্তর্জাতিক সম্পাদনা

২৩ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
মিশর ২০২০
২০২১ ১৩
২০২২
সর্বমোট ১৮

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Al Ahly Players" [আল আহলি খেলোয়াড়]। alahlyegypt.com (ইংরেজি ভাষায়)। কায়রো: আল আহলি স্পোর্টিং ক্লাব। ৫ অক্টোবর ২০২০। ২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা