মুহাম্মদ মাহফুজুল ইসলাম

বাংলাদেশী কম্পিউটার প্রকৌশলী

মুহাম্মদ মাহফুজুল ইসলাম (জন্ম ১৯৭৩) একজন বাংলাদেশী কম্পিউটার প্রকৌশলী। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক। তিনি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য।[][]

মুহাম্মদ মাহফুজুল ইসলাম
দ্বিতীয় উপাচার্য
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি
কাজের মেয়াদ
২০ নভেম্বর ২০২২ – ১৪ সেপ্টেম্বর ২০২৪
পূর্বসূরীমুনাজ আহমেদ নূর
উপাচার্য
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ
কাজের মেয়াদ
২০১৮ – ২০২১
উত্তরসূরীএইচ এম জহিরুল হক
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৭৩ (বয়স ৫০–৫১)
জামালপুর, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
মোনাশ বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়া
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

প্রাথমিক জীবন

সম্পাদনা

তিনি ১৯৭৩ সালে জামালপুরে জন্মগ্রহণ করেন।[] তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[]

কর্মজীবন

সম্পাদনা

মাহফুজুল ইসলাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে দীর্ঘসময় অধ্যাপনা করেছেন। তিনি বুয়েটের শহীদ স্মৃতি হলের প্রভোস্ট, বিভাগীয় প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপনার পাশাপাশি তিনি ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি (ডেসকো) লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় পরিচয়পত্র এবং এমআরপি-সহ বাংলাদেশের আইসিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

মুহাম্মদ মাহফুজুল ইসলাম ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[] ২০২২ সালের ১৬ নভেম্বর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন[] এবং ২০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।।[] ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর তিনি বিডিইউ-এর উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন।[]

প্রকাশনা

সম্পাদনা

দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে তার উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।[]

সদস্যপদ

সম্পাদনা

মুহাম্মদ মাহফুজুল ইসলাম বাংলাদেশ কম্পিউটার সোসাইটির কম্পিউটার প্রকৌশল বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের নতুন উপাচার্য মাহ্ফুজুল ইসলাম"দৈনিক শিক্ষা। ১১ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২২ 
  2. "বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নতুন ভিসি অধ্যাপক মাহফুজুল"ঢাকা পোস্ট। ১৬ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২২ 
  3. "কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর নয়া ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাহ্ফুজুল ইসলাম"বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২২ 
  4. "Dr. Mohammad Mahfuzul Islam (ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম)"বুয়েট (ইংরেজি ভাষায়)। ২৯ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২২ 
  5. "বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির ভিসি মাহফুজুল ইসলাম"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৬ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২২ 
  6. "বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিজিটাল ইউনিভার্সিটির নতুন ভিসির শ্রদ্ধা"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২২ 
  7. "বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ এর পদত্যাগপত্র গ্রহণ"মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২৪