মুনাজ আহমেদ নূর
মুনাজ আহমেদ নূর একজন বাংলাদেশী পুর প্রকৌশলী। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সাবেক উপাচার্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য।[১]
মুনাজ আহমেদ নূর | |
---|---|
উপাচার্য | |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি | |
কাজের মেয়াদ ২০১৮ – ২০২২ | |
পূর্বসূরী | অফিস সৃষ্ট |
উত্তরসূরী | মুহাম্মদ মাহফুজুল ইসলাম |
উপাচার্য | |
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি | |
কাজের মেয়াদ ২০১৬ – ২০১৮ | |
পূর্বসূরী | ইমতিয়াজ হোসেন |
উত্তরসূরী | মোহাম্মদ রফিকুল ইসলাম |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | পুর প্রকৌশলী, বিশ্ববিদ্যালয় প্রশাসক |
কর্মজীবন
সম্পাদনামুনাজ আহমেদ নূর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[২] ২০১৬ সালে তিনি গাজীপুরে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) উপাচার্য হিসেবে যোগ দেন। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের আন্দোলনের মুখে ২০১৮ সালে তিনি আইইউটির উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন।[৩] তিনি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[৪]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "চার বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে ৪ বুয়েট অধ্যাপক"। দ্য ডেইলি ক্যাম্পাস। ৪ জুন ২০২২। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর মহোদয়গণের তালিকা ও কার্যকাল"। জাতীয় বিশ্ববিদ্যালয়। ২০ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "আন্দোলনের মুখে আইইউটি ভিসির পদত্যাগ"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৫ ফেব্রুয়ারি ২০১৮। ২০ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "১০ হাজার কোটির বিশ্ববিদ্যালয়!"। দেশ রূপান্তর। ২৫ মে ২০২২। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২২।