মুহাম্মদ ইরুফান (ইংরেজি: Mohamed Irufaan; জন্ম: ২৪ জুলাই ১৯৯৪) হলেন একজন মালদ্বীপীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মালদ্বীপীয় ক্লাব মাজিয়া এবং মালদ্বীপ জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

মুহাম্মদ ইরুফান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মুহাম্মদ ইরুফান
জন্ম (1994-07-24) ২৪ জুলাই ১৯৯৪ (বয়স ২৯)
জন্ম স্থান থিমারাফুশি, মালদ্বীপ
উচ্চতা ১.৬৭ মিটার (৫ ফুট + ইঞ্চি)[১]
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
মাজিয়া
জার্সি নম্বর
যুব পর্যায়
২০১২–২০১৩ ভ্যালেন্সিয়া
২০১৪ মাজিয়া
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১২–২০১৩ ভ্যালেন্সিয়া
২০১৪– মাজিয়া
জাতীয় দল
২০১৪ মালদ্বীপ অনূর্ধ্ব-২৩ (১)
২০১৫– মালদ্বীপ ১০ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৬:৪৭, ২৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৬:৪৭, ২৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১২–১৩ মৌসুমে, মালদ্বীপীয় ফুটবল ক্লাব ভ্যালেন্সিয়ার যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ইরুফান ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে মাজিয়ার যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১২–১৩ মৌসুমেই, ভ্যালেন্সিয়ার মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; ভ্যালেন্সিয়ার হয়ে মাত্র দুই মৌসুম অতিবাহিত করার পর ২০১৪–১৫ মৌসুমে তিনি মালদ্বীপীয় ক্লাব মাজিয়ায় যোগদান করেছেন।[২]

২০১৪ সালে, ইরুফান মালদ্বীপ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে মালদ্বীপের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ১ বছর যাবত মালদ্বীপের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৫ সালে মালদ্বীপের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; মালদ্বীপের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১০ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

মুহাম্মদ ইরুফান ১৯৯৪ সালের ২৪শে জুলাই তারিখে মালদ্বীপের থিমারাফুশিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

ইরুফান মালদ্বীপ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে মালদ্বীপের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৪ সালের ১৫ই সেপ্টেম্বর তারিখে তিনি ২০১৪ এশিয়ান গেমসে থাইল্যান্ড অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে ম্যাচে মালদ্বীপ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[৩] মালদ্বীপের বয়সভিত্তিক দলের হয়ে তিনি ৩ ম্যাচে ১টি গোল করেছেন। তিনি ২২শে সেপ্টেম্বর তারিখে পূর্ব তিমুর অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে ম্যাচে মালদ্বীপের বয়সভিত্তিক দলের হয়ে প্রথমবারের মতো গোল করেছেন।[৪]

২০১৫ সালের ৮ই অক্টোবর তারিখে, মাত্র ২১ বছর, ২ মাস ও ১৪ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী ইরুফান ভুটানের বিরুদ্ধে অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে মালদ্বীপের হয়ে অভিষেক করেছেন।[৫] উক্ত ম্যাচের ৭৪তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় আসহাদ আলির বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[৬] ম্যাচটি মালদ্বীপ ৪–৩ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৭] মালদ্বীপের হয়ে অভিষেকের বছরে ইরুফান সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান সম্পাদনা

আন্তর্জাতিক সম্পাদনা

২৫ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
মালদ্বীপ ২০১৫
২০১৬
২০১৮
২০১৯
২০২১
সর্বমোট ১০

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Mohamed Irufan Stats SOCCER Stats"FOX Sports। ২০ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২১ 
  2. Alifulhu, Azzam (১৫ ডিসেম্বর ২০১৬)। "Offer thah libunu ekamaku beynunvee Maziya gai madu kuran: Irey"Mihaaru (ইংরেজি ভাষায়)। ১৭ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২১ 
  3. "Thailand U23 vs. Maldives U23 - 15 September 2014"Soccerway। ১৫ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২১ 
  4. "Maldives U23 vs. Timor-Leste U23 - 22 September 2014"Soccerway। ২২ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২১ 
  5. "Bhutan - Maledives 3:4 (WC Qualifiers Asia 2015-2017, 2. Round Group C)"worldfootball.net। ২৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২১ 
  6. "Bhutan - Maldives, Oct 8, 2015 - World Cup qualification Asia - Match sheet"Transfermarkt (ইংরেজি ভাষায়)। ৮ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২১ 
  7. Strack-Zimmermann, Benjamin (৮ অক্টোবর ২০১৫)। "Bhutan vs. Maldives (3:4)"National Football Teams। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা