মুহাম্মদ আব্দুল মুনাইম

মিশরীয় ফুটবলার

মুহাম্মদ আব্দুল মুনাইম আল সাইদ মুহাম্মদ আহমদ (আরবি: محمد عبدالمنعم السيد محمد أحمد, ইংরেজি: Mohamed Abdelmonem; জন্ম: ১ ফেব্রুয়ারি ১৯৯৯; মুহাম্মদ আব্দুল মুনাইম নামে সুপরিচিত) হলেন একজন মিশরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মিশরের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর মিশরীয় প্রিমিয়ার লিগের ক্লাব আল আহলি এবং মিশর জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১] তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

মুহাম্মদ আব্দুল মুনাইম
২০১৯ সালে আল আহলির হয়ে মুনাইম
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মুহাম্মদ আব্দুল মুনাইম আল সাইদ মুহাম্মদ আহমদ
জন্ম (1999-02-01) ১ ফেব্রুয়ারি ১৯৯৯ (বয়স ২৫)
জন্ম স্থান জাকাজিক, মিশর
উচ্চতা ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আল আহলি
জার্সি নম্বর ২৪
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:২৩, ২৭ আগস্ট ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

মুনাইম ২০২১ সালে মিশরের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; মিশরের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৯ ম্যাচে ১টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

মুহাম্মদ আব্দুল মুনাইম আল সাইদ মুহাম্মদ আহমদ ১৯৯৯ সালের ১লা ফেব্রুয়ারি তারিখে মিশরের জাকাজিকে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

পরিসংখ্যান সম্পাদনা

আন্তর্জাতিক সম্পাদনা

২৭ আগস্ট ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
মিশর ২০২১
২০২২
সর্বমোট

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Al Ahly Players" [আল আহলি খেলোয়াড়]। alahlyegypt.com (ইংরেজি ভাষায়)। কায়রো: আল আহলি স্পোর্টিং ক্লাব। ৫ অক্টোবর ২০২০। ২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা