মুজিবুর রহমান হাওলাদার (সচিব)

মুজিবুর রহমান হাওলাদার একজন বাংলাদেশি সরকারি কর্মকর্তা যিনি জাতীয় নদী রক্ষা কমিশনের দ্বিতীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১] ইতিপূর্বে তিনি ভূমি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।[২] তিনি ভূমি মন্ত্রণালয়ের আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন।[৩]

ডক্টর
মুজিবুর রহমান হাওলাদার
দ্বিতীয় চেয়ারম্যান, জাতীয় নদী রক্ষা কমিশন
কাজের মেয়াদ
১৫ জানুয়ারি ২০১৮ – ১৪ জানুয়ারি ২০২১
পূর্বসূরীআতহারুল ইসলাম
উত্তরসূরীএ এস এম আলী কবীর
সচিব, ভূমি মন্ত্রণালয়
কাজের মেয়াদ
২৮ মে ২০১৭ – ১৫ জানুয়ারি ২০১৮
ব্যক্তিগত বিবরণ
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাসরকারি কর্মকর্তা

প্রারম্ভিক জীবন সম্পাদনা

মুজিবুর রহমান হাওলাদার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক বিজ্ঞান বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ডক্টর অফ ফিলোসফি ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন সম্পাদনা

হাওলাদার ১৯৮২ সালে নিয়মিত ব্যাচের কর্মকর্তা হিসেবে প্রশাসন ক্যাডারে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। কর্মজীবনের শুরুতে তিনি সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসাবে যোগদান করে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও যুগ্ম-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভূমি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব এ্যাডমিনিস্ট্রেশন এ্যান্ড ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের (বিয়াম) উপপরিচালক ও পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ড. মুজিবুর রহমান হাওলাদার, চেয়ারম্যান"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৩১ জানুয়ারি ২০১৮। ২৩ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২০ 
  2. জ্যেষ্ঠ প্রতিবেদক। "নতুন ভূমি সচিব মুজিবুর রহমান হাওলাদার"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৩ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২০ 
  3. যুগান্তর রিপোর্ট (১৫ জানুয়ারি ২০১৮)। "নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান ড. মুজিবুর, ৪৩ অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবের দফতর বদল"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২০