জাতীয় নদী রক্ষা কমিশন
জাতীয় নদী রক্ষা কমিশন বাংলাদেশের একটি সংবিধিবদ্ধ সংস্থা। নদীর অবৈধ দখল, পানি ও পরিবেশ দূষণ, শিল্প কারখানা কর্তৃক সৃষ্ট নদী দূষণ, অবৈধ কাঠামো নির্মাণ ও নানাবিধ অনিয়ম রোধকল্পে এবং নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার, নদীর যথাযথ রক্ষণাবেক্ষণ এবং নৌ-পরিবহনযোগ্য হিসেবে গড়ে তোলাসহ আর্থ-সামাজিক উন্নয়নে নদীর বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনে এ কমিশন গঠিত হয়েছে।[১][২]
সংক্ষেপে | জানরক |
---|---|
ধরন | সংবিধিবদ্ধ সংস্থা |
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
সদস্য | ৫ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
চেয়ারম্যান | সারওয়ার মাহমুদ |
সম্পৃক্ত সংগঠন | নৌপরিবহন মন্ত্রণালয় |
ওয়েবসাইট | জাতীয় নদী রক্ষা কমিশন |
সংগঠন
সম্পাদনাজাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ও একজন মহিলা সদস্যসহ পাঁচ সদস্যের সমন্বয়ে কমিশন গঠিত হয়। কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ তিন বছরের জন্য সরকার কর্তৃক নিযুক্ত হন। কমিশনের চেয়ারম্যান ও একজন সদস্য সার্বক্ষণিক। অবশিষ্ট তিন জন সদস্য অবৈতনিক হিসেবে দায়িত্ব পালন করেন।[১]
চেয়ারম্যানগণ
সম্পাদনানিম্নোক্ত ব্যক্তিবর্গ জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন:
- আতহারুল ইসলাম (২০১৪ – ২০১৭)[৩]
- মুজিবুর রহমান হাওলাদার (২০১৮ – ২০২১)[৪]
- এ এস এম আলী কবীর (২০২১ – ২০২২)[৫]
- মনজুর আহমেদ চৌধুরী (২০২২ – ২০২৩)[৬]
- কামরুন নাহার আহমেদ (২০২৩ – ২০২৪)
- সারওয়ার মাহমুদ (২০২৪– অদ্যাবধি)[৭]
কমিশনের কার্যাবলি
সম্পাদনানদী রক্ষা কমিশনের কার্যাবলি নিম্নরূপ:[৮]
- নদীর সাথে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় বা বিভাগের কার্যাবলির মধ্যে সমন্বয় সাধনের লক্ষ্যে সরকারকে সুপারিশ করা
- নদী অবৈধ দখলমুক্ত এবং পুন:দখল রোধ করার বিষয়ে সরকারকে সুপারিশ প্রদান করা
- নদী এবং নদীর তীরে স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদ সংক্রান্ত সরকারকে সুপারিশ প্রদান করা
- নদীর পানি দূষণমুক্ত রাখার বিষয়ে সরকারকে সুপারিশ প্রদান করা
- বিলুপ্ত বা মৃত প্রায় নদী খননের বিষয়ে সরকারকে সুপারিশ প্রদান করা
- নদী সংক্রান্ত তথ্য ভান্ডার উন্নয়নকরনে সরকারকে সুপারিশ প্রদান করা
- নদীর উন্নয়ন সংক্রান্ত বিষয়ে সরকারের নিকট যে কোন সুপারিশ করা
- নদী সংক্রান্ত তথ্য ভান্ডার উন্নয়নকরনে সরকারকে সুপারিশ প্রদান করা
- নদীর উন্নয়ন সংক্রান্ত বিষয়ে সরকারের নিকট যে কোন সুপারিশ করা
- নদীর পরিবেশগত ভারসাম্য ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিতকরনের লক্ষে সরকারকে সুপারিশ প্রদান করা
- নদী রক্ষাকল্পে স্বল্পকালীন ও দীর্ঘকালীন পারিকল্পনা গ্রহণের জন্য সরকারের কাছে সুপারিশ প্রদান করা
- নদী রক্ষার্থে জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম গ্রহণের লক্ষ্যে সরকারকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা
- নিয়মিত পরিদর্শন এবং নদী রক্ষা সংক্রান্ত কার্যক্রম পরিক্ষণক্রমে সুপারিশ প্রদান করা
- নদী রক্ষা সংশ্লিষ্ট বিদ্যমান বিভিন্ন আইন ও নীতিমালার ব্যবহারিক প্রয়োগ পর্যালোচনাক্রমে ও প্রয়োজনবোধে উক্ত আইন ও নীতিমালা সংশোধনের জন্য সরকারকে সুপারিশ করা
- দেশের খাল, জলাশয়, সমুদ্র-উপকূল দখল ও দূষণমুক্ত রাখিবার বিষয়ে সরকারকে সুপারিশ করা
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "পটভূমি"। জাতীয় নদী রক্ষা কমিশন। ২৬ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২২।
- ↑ "জাতীয় নদী রক্ষা কমিশন আইন, ২০১৩"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২২।
- ↑ "নদী রক্ষায় নাগরিকদের নিয়ে কাজ করতে চাই - মো. আতহারুল ইসলাম"। সমকাল। ২৫ সেপ্টেম্বর ২০১৬। ২৬ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২২।
- ↑ "নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান মুজিবুর রহমান"। জাগোনিউজ২৪.কম। ১৪ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২২।
- ↑ "নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান হলেন সাবেক সচিব আলী কবীর"। ঢাকা টাইমস। ১২ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২২।
- ↑ "নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী"। বাংলা ট্রিবিউন। ২২ ফেব্রুয়ারি ২০২২। ২৬ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২২।
- ↑ "সারওয়ার মাহমুদ (পরিচিতি নং-৪১৫৭)- কে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ" (পিডিএফ)। জনপ্রশাসন মন্ত্রণালয়। ২৪ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২৪।
- ↑ "কমিশনের কার্যাবলি"। জাতীয় নদী রক্ষা কমিশন। ২৬ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২২।
বহিঃসংযোগ
সম্পাদনা- জাতীয় নদী রক্ষা কমিশন আইন, ২০১৩রক্ষা কমিশন আইন, ২০১৩রক্ষা