মুকুন্দপুর ইউনিয়ন, কাহারোল

দিনাজপুর জেলার কাহারোল উপজেলার একটি ইউনিয়ন

মুকুন্দপুর ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার কাহারোল উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ।[১][২] এটি ৯১.৯৭ কিমি২ (৩৫.৫১ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ২৬,৭৫৯ জন। [৩]

মুকুন্দপুর
ইউনিয়ন
৩নং মুকুন্দপুর ইউনিয়ন
মুকুন্দপুর রংপুর বিভাগ-এ অবস্থিত
মুকুন্দপুর
মুকুন্দপুর
মুকুন্দপুর বাংলাদেশ-এ অবস্থিত
মুকুন্দপুর
মুকুন্দপুর
বাংলাদেশে মুকুন্দপুর ইউনিয়ন, কাহারোলের অবস্থান
স্থানাঙ্ক: ২৫°৪৭′২৬″ উত্তর ৮৮°৩৫′৪৬″ পূর্ব / ২৫.৭৯০৫৬° উত্তর ৮৮.৫৯৬১১° পূর্ব / 25.79056; 88.59611 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাদিনাজপুর জেলা
উপজেলাকাহারোল উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানএকেএম ফারুক
আয়তন
 • মোট৯১.৯৭ বর্গকিমি (৩৫.৫১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২৬,৭৫৯
 • জনঘনত্ব২৯০/বর্গকিমি (৭৫০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৫২২৬ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ইউনিয়ন পরিষদ জনবল সম্পাদনা

বর্তমান চেয়ারম্যান : মোঃ একেএম ফারুক

  • নির্বাচিত পরিষদ সদস্য– ১৩ জন।
  • ইউনিয়ন পরিষদ সচিব– ১ জন।
  • ইউনিয়ন গ্রাম পুলিশ– ১০ জন।

গ্রামসমূহ সম্পাদনা

উচিৎপুর, নিজিয়া, খরচন্দা, হাতিশা, গোপালপুর, সুন্দইল, চকমহরম, চকপ্রানকৃষ্ণ, পৌরিয়া, পানিশাইল, ডহন্ডা, মুকুন্দপুর, রামপুর, দেবীপুর, প্রসাদপুর, মিক্রমপুর, মোহাম্মদপুর, মহদীপুর, জগন্নাথপুর, ঢিপীকুড়া, পাইকপাড়া, দেওনাঘাটা, চকবাজিৎপুর, লক্ষিপুর।

ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ২৪টি ও মৌজার সংখ্যা ২৪টি।

জনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ২৬,৭৫৯ জন (পুরুষ-১৩৮৫১, মহিলা-১২৯০৮)।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "মুকুন্দপুর ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৩ 
  2. "Union Parishad List"Local Government Engineering Department (LGED)। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯ 
  3. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬ 

বহিঃসংযোগ সম্পাদনা