মীরসরাই ইউনিয়ন
মীরসরাই বাংলাদেশের চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
মীরসরাই | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে মীরসরাই ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৪৬′৪৮″ উত্তর ৯১°৩৫′১৬″ পূর্ব / ২২.৭৮০০০° উত্তর ৯১.৫৮৭৭৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | মীরসরাই উপজেলা ![]() |
সরকার | |
• প্রশাসক | মাহফুজা জেরিন[১] |
আয়তন | |
• মোট | ১১.৪০ বর্গকিমি (৪.৪০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৬,৮২৮ |
• জনঘনত্ব | ১,৫০০/বর্গকিমি (৩,৮০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৪.৪% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩২০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
আয়তন
সম্পাদনামীরসরাই ইউনিয়নের আয়তন ২,৮১৬ একর (১১.৪০ বর্গ কিলোমিটার)।[২]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মীরসরাই ইউনিয়নের মোট জনসংখ্যা ১৬,৮২৮ জন। এর মধ্যে পুরুষ ৭,৯৫৩ জন এবং মহিলা ৮,৮৭৫ জন। মোট পরিবার ৩,১৬৪টি।[২]
অবস্থান ও সীমানা
সম্পাদনামীরসরাই উপজেলার মধ্যাংশে মীরসরাই ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে খৈয়াছড়া ইউনিয়ন, পূর্বে করেরহাট ইউনিয়ন, উত্তরে দুর্গাপুর ইউনিয়ন এবং পশ্চিমে মিঠানালা ইউনিয়ন ও মীরসরাই পৌরসভা অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনামীরসরাই ইউনিয়ন মীরসরাই উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার মীরসরাই থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৮নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ এর অংশ। এটি ৮টি মৌজায় বিভক্ত।
- ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হলো[৩]
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | পশ্চিম মঠবাড়িয়া |
২নং ওয়ার্ড | পূর্ব মঠবাড়িয়া, আমানটোলা, মিঠাছড়া, (আংশিক) |
৩নং ওয়ার্ড | মিঠাছড়া (আংশিক), আমানটোলা, মান্দারবাড়িয়া, জোড়পুনী |
৪নং ওয়ার্ড | গড়িয়াইশ |
৫নং ওয়ার্ড | শ্রীপুর, আবুনগর |
৬নং ওয়ার্ড | উত্তর তালবাড়িয়া, মধ্যম তালবাড়িয়া |
৭নং ওয়ার্ড | পূর্ব কিছমত জাফরাবাদ, তারাকাটিয়া (আংশিক) |
৮নং ওয়ার্ড | পশ্চিম কিছমত জাফরাবাদ (আংশিক), মিঠাছড়া (আংশিক) |
৯নং ওয়ার্ড | তারাকাটিয়া (আংশিক), পশ্চিম কিছমত জাফরাবাদ (আংশিক), বাকখোলা, দক্ষিণ তালবাড়িয়া, উকিল পাড়া |
ইতিহাস
সম্পাদনামীরসরাই ইউনিয়ন একটি প্রাচীন ইউনিয়ন। একজন বিখ্যাত অলি ও সুফি সাধক মীর সাহেব ব্রিটিশ শাসনামলে এখানে একটি সরাই খানা স্থাপন করেন। তার স্থাপিত সরাই খানার নামানুসারে এ ইউনিয়নের নামকরণ করা হয়। এ ইউনিয়ন পরিষদটি প্রথমে মীরসরাই সদরে স্থাপন করা হলেও ২০১২ সালে এটি মীরসরাই সদরের প্রায় ১ কিলোমিটার উত্তরে জাফরাবাদ গ্রামে স্থানান্তর করা হয়।[৪]
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মীরসরাই ইউনিয়নের সাক্ষরতার হার ৫৪.৪%।[২] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদ্রাসা, ৭টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি কিন্ডারগার্টেন রয়েছে।[৫]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাদ্রাসা[৫]
- মাধ্যমিক বিদ্যালয়[৫]
- বিশ্ব দরবার মাধ্যমিক বিদ্যালয়
- মাজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়
- মিঠাছড়া উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিছমত জাফরাবাদ এম এ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বিশ্ব দরবার সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মঠবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য মান্দারবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মিঠাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মীরসরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিন্ডারগার্টেন[৬]
- মিঠাছড়া আইডিয়াল স্কুল
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনামীরসরাই ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। সব ধরনের যানবাহনে এ ইউনিয়নে যোগাযোগ করা যায়।
খাল ও নদী
সম্পাদনামীরসরাই ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মহামায়া খাল ও কালীতলা খাল।[৭]
হাট-বাজার
সম্পাদনামীরসরাই ইউনিয়নের প্রধান বাজার হলো মিঠাছড়া বাজার।[৮]
দর্শনীয় স্থান
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: পদশূন্য।
- চেয়ারম্যানগণের তালিকা[১০]
ক্রম নং. | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | অহিদুর রহমান রিলিপ | ১৯৭২-১৯৭৩ |
০২ | আজহারুল হক চৌধুরী | ১৯৭৪-১৯৮৪ |
০৩ | আবুল ফারুক মিয়া | ১৯৮৪-১৯৮৮ |
০৪ | আজহারুল হক চৌধুরী | ১৯৮৮-১৯৯৮ |
০৫ | জাফর উদ্দীন আহমেদ চৌধুরী | ১৯৯৮-২০০৩ |
০৬ | মোহাম্মদ মেসবাহ উদ্দীন | ২০০৩-২০১১ |
০৭ | জাফর উদ্দীন আহমেদ চৌধুরী |
২০১১-২০১৬ |
০৮ | মোহাম্মদ এমরান উদ্দীন | ২০১৬-২০২১ |
০৯ | শামসুল আলম দিদার |
২০২১-২০২৪ |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মিরসরাই উপজেলায় ১৫ ইউনিয়নে নতুন প্রশাসক"। নয়াদিগন্ত। ১৯ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২০।
- ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - মীরসরাই ইউনিয়ন - মীরসরাই ইউনিয়ন"। mirsharaiup.chittagong.gov.bd। ১৬ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭।
- ↑ "মীরসরাই ইউনিয়নের ইতিহাস - মীরসরাই ইউনিয়ন - মীরসরাই ইউনিয়ন"। mirsharaiup.chittagong.gov.bd। ১৬ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭।
- ↑ ক খ গ "এক নজরে - মীরসরাই ইউনিয়ন - মীরসরাই ইউনিয়ন"। mirsharaiup.chittagong.gov.bd। ১৬ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭।
- ↑ "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - মীরসরাই ইউনিয়ন - মীরসরাই ইউনিয়ন"। mirsharaiup.chittagong.gov.bd। ১৬ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭।
- ↑ "খাল ও নদী - মীরসরাই ইউনিয়ন - মীরসরাই ইউনিয়ন"। mirsharaiup.chittagong.gov.bd। ১৬ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - মীরসরাই ইউনিয়ন - মীরসরাই ইউনিয়ন"। mirsharaiup.chittagong.gov.bd। ১৮ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭।
- ↑ "দর্শনীয়স্থান - মীরসরাই ইউনিয়ন - মীরসরাই ইউনিয়ন"। mirsharaiup.chittagong.gov.bd। ১৬ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭।
- ↑ "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - মীরসরাই ইউনিয়ন - মীরসরাই ইউনিয়ন"। mirsharaiup.chittagong.gov.bd। ১৬ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭।