মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (বাংলাদেশ)

সরকারি সংস্থা

মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস)[] বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি সামরিক প্রকৌশলী এবং সরকারি সংস্থা। বাংলাদেশের সকল ক্যান্টনমেন্টে "জিই/এজিই (আর্মি/নেভী/এয়ার)" নামে এই সংস্থার একটি ইউনিট রয়েছে। বাংলাদেশের সাময়িক বাহিনীর ক্যান্টনমেন্ট, প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান নির্মান, উন্নয়ন এবং সংরক্ষণের দায়িত্বে থাকেন। এছাড়া বিভিন্ন সরকারি প্রকল্পে এই সংস্থার বিশেষ অবদান রয়েছে। এর সদরদপ্তর সেনাসদর ই'ইনসির শাখা পূর্ত পরিদপ্তর ঢাকা সেনানিবাসে অবস্থিত।[]

মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
সংক্ষেপেএমইএস
নীতিবাক্যসেবাই ব্রত
ধরনসরকারি সংস্থা
সদরদপ্তরসেনাসদর ই ইন সির শাখা পূর্ত পরিদপ্তর ঢাকা সেনানিবাস, ঢাকা
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
মেজর জেনারেল ইফতেখার আনিস, বিএসপি, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, পিইজ
প্রধান প্রতিষ্ঠান
প্রতিরক্ষা মন্ত্রণালয়
অনুমোদনবাংলাদেশ সশস্ত্র বাহিনী
বাংলাদেশ সেনাবাহিনী
বাংলাদেশ নৌবাহিনী
বাংলাদেশ বিমানবাহিনী
প্রতিরক্ষা মন্ত্রণালয়
ওয়েবসাইটmes.org.bd
দ্বিতীয় বিশ্বযুদ্ধের এয়ারফিল্ড থেকে শুধুমাত্র টিকে থাকা বিল্ডিং, এমইএস (মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস) দ্বারা অফিস হিসাবে ব্যবহৃত

এমইএস এর গঠন

সম্পাদনা
এমইএস এর দপ্তর এবং অধিনস্থ দপ্তরসমূহের নাম
ই ইন সি

পূর্ত পরিদপ্তর

পূর্ত পরিচালক ও প্রধান প্রকৌশলী
(সেনা)

সিএমইএস (আর্মি) ঢাকা

সিএমইএস (আর্মি) চট্টগ্রাম
১. জিই (আর্মি) প্রজেক্ট ঢাকা
২. জিই (আর্মি) মেইন নর্থ
৩. জিই (আর্মি) মেইন সাউথ
৪. জিই (আর্মি) মিরপুর
৫. জিই (আর্মি) জালালাবাদ
১. জিই (আর্মি) প্রজেক্ট চট্টগ্রাম
২. জিই (আর্মি) কুমিল্লা
৩. এজিই (আর্মি) ভাটিয়ারী (বিএমএ)
৪. এজিই (আর্মি) হালিশহর
৫. এজিই (আর্মি) খাগড়াছড়ি
৬. এজিই (আর্মি) বান্দরবান
৭. এজিই (আর্মি) রাঙামাটি
সিএমইএস (আর্মি) সাভার
সিএমইএস (আর্মি) বগুড়া
১.জিই (আর্মি) সাভার
২. জিই (আর্মি) ঘাটাইল
৩.জিই (আর্মি) (বিএএফ) গাজীপুর
৪.জিই (আর্মি) যশোর
৫.এজিই (আর্মি) রাজেন্দ্রপুর
৬.এজিই (আর্মি) মোমেনশাহী

৭.এজিই (আর্মি) জাহানাবাদ
৮.জিই (আর্মি) বিবিএসএস

১. জিই (আর্মি) রংপুর
২. জিই (আর্মি) সৈয়দপুর
৩. জিই (আর্মি) বগুড়া
৪. এজিই (আর্মি) পার্বতীপুর
৫. এজিই (আর্মি) কাদিরাবাদ
৬. এজিই (আর্মি) রাজশাহী
পূর্ত পরিচালক ও প্রধান প্রকৌশলী (নৌ) পূর্ত পরিচালক ও প্রধান প্রকৌশলী (বিমান)

সিএমইএস (নেভী)

সিএমইএস (এয়ার)
১.জিই (নেভী) ঢাকা
২. জিই (নেভী) চট্টগ্রাম
৩.জিই (নেভী) খুলনা
৪. এজিই (নেভী) কাপ্তাই
৫.এজিই (নেভী) প্রজেক্ট চট্টগ্রাম
১. জিই (এয়ার) কুর্মিটোলা
২. জিই (এয়ার) তেজগাওঁ
৩. জিই (এয়ার) চট্টগ্রাম
৪. জিই (এয়ার) যশোর
৫. এজিই (এয়ার) পাহাড়কাঞ্চন
৬. এজিই (এয়ার) এয়ার হেড কো: ইউনিট
৭. এজিই (এয়ার) বগুড়া
৮. এজিই (এয়ার) শমশেরনগর
৯. ওয়ার্কশপ এমইএস (এয়ার)
১০. ইএসডি এমইএস (এয়ার)

কার্যক্রম

সম্পাদনা

বাংলাদেশের সকল ক্যান্টনমেন্ট, সাময়িক বাহিনীর শিক্ষাপ্রতিষ্ঠান, সংস্থা নির্মাণ এবং সংরক্ষণ এর দায়িত্বে এমইএস[] নিয়োজিত। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর বড় বড় প্রকল্প নির্মাণে এমইএস এর ভূমিকা রয়েছে। এর মধ্যে নিচে কয়েকটি প্রকল্প রিচে দেওয়া হলো: ১.ঢাকা সেনানিবাসে আর্মি সেন্ট্রাল মসজিদ ২.আর্মি অডিটোরিয়াম ও কনফারেন্স কমপ্লেক্স ৩.আর্মি অডিটোরিয়াম ও কনফারেন্স কমপ্লেক্স ৪.৫০০ শয্যা বিশিষ্ট কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ৫.আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ৬.বিএমএ বঙ্গবন্ধু কমপ্লেক্স ৭.শহীদ আজিজ পল্লীতে 'এ' টাইপ বিল্ডিং ৮.শহীদ মঈনুল রোডে 'ডি' টাইপ বিল্ডিং ৮.ঢাকা ক্যান্টে. মোস্তফা কামাল লাইনে ফলোয়ারস কোয়ার্টার ৯ মিরপুরে এনডিসির 'বি' টাইপ কোয়ার্টার ১০.মিরপুরে ডিএসসিএসসির 'ই' টাইপ কোয়ার্টার ১১.বিএন স্কুল অ্যান্ড কলেজ, ডোগরাজ, মংলা, বাগেরহাট ১২.বিএন স্কুল অ্যান্ড কলেজ, খুলনা ১৩.বিএএফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর ১৪.মিরপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ১৫.উদ্বোধন এসএমবিকে এবং অফিস কমপ্লেক্স ১৬.জাতির পিতার স্মৃতিস্তম্ভ ১৭.আবাসিক হল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৮.নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকায় নৌবাহিনী সদর দপ্তরের সম্প্রসারণ ভবন ১৯.ডিজিএফআই বাংলো ২০.সার্ভে অফ বাংলাদেশ ২১ বিএন ইসসা খানের ডককিয়ারে শিপ ফিটিং শেড ২২.আইএসএসবি মেস ২৩.মিস্ট ফ্যাকাল্টি টাওয়ার ২৪. ফেনী গার্লস ক্যাডেট কলেজ

তথ্যসূত্র

সম্পাদনা