মির্জাপুর সরকারি কলেজ

বাংলাদেশের একটি সরকারি কলেজ

শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ (পূর্বে: মির্জাপুর সরকারি কলেজ) বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার অন্তর্গত একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এটি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়।[]

শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ
মির্জাপুর সরকারি কলেজ
স্থাপিত৭ জুন ১৯৭০; ৫৪ বছর আগে (1970-06-07)
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
ইআইআইএন১১৪৫২৫ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষতাহমিনা জাহান
অবস্থান,
শিক্ষাঙ্গন৭.৭৯ একর
ভাষাবাংলা, ইংরেজি
ওয়েবসাইটwww.mirzapurcollege.com

ইতিহাস

সম্পাদনা

কলেজটি ১৯৭২ সালে উচ্চ মাধ্যমিক কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়, ১৯৭৫ সালে বি.এ (পাস) কোর্স ও ২০১২ সালে স্নাতক শ্রেনী খোলা হয়। ০১/৬৭/১৯৮৪ তারিখে কলেজটিকে প্রথম এমপিওভুক্ত করা হয়।

উপলব্ধ কোর্স

সম্পাদনা
ব্যাচেলর ডিগ্রি (পাস) কোর্স
  • বিএ (পাস)
  • বিএসএস (পাস)
  • বিএসসি (পাস)
  • বিবিএস (পাস)
ব্যাচেলর ডিগ্রি অনার্স কোর্স
  1. ইংরেজি
  2. রাষ্ট্রবিজ্ঞান
  3. সামাজ কর্ম
  4. অ্যাকাউন্টিং

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)"www.banbeis.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা