মির্কো ইভানিচ

সার্বীয় ফুটবল খেলোয়াড়

মির্কো ইভানিচ (সার্বীয়: Мирко Иванић, উচ্চারিত [mǐːrko ǐʋanitɕ], ইংরেজি: Mirko Ivanić; জন্ম: ১৩ সেপ্টেম্বর ১৯৯৩) হলেন একজন সার্বীয়–মন্টিনিগ্রীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে সার্বিয়ার পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সার্বীয় সুপারলিগার ক্লাব রেড স্টার বেলগ্রেড এবং মন্টিনিগ্রো জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২][৩] তিনি মূলত আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

মির্কো ইভানিচ
২০১৯ সালে মন্টিনিগ্রোর হয়ে ইভানিচ
ব্যক্তিগত তথ্য
জন্ম (1993-09-13) ১৩ সেপ্টেম্বর ১৯৯৩ (বয়স ৩০)
জন্ম স্থান বাচকি ইয়ারাক, সার্বিয়া ও মন্টিনিগ্রো
উচ্চতা ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
রেড স্টার বেলগ্রেড
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:০০, ১৯ মে ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৫ সালে, ইভানিচ সার্বিয়া অনূর্ধ্ব-২১ দলের হয়ে সার্বিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত সার্বিয়ার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৭ সালে মন্টিনিগ্রোর হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; মন্টিনিগ্রোর জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৫ ম্যাচে ১টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

মির্কো ইভানিচ ১৯৯৩ সালের ১৩ই সেপ্টেম্বর তারিখে সার্বিয়া ও মন্টিনিগ্রোর বাচকি ইয়ারাকে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

ইভানিচ সার্বিয়া অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে সার্বিয়ার প্রতিনিধিত্ব করেছেন। সার্বিয়ার বয়সভিত্তিক দলের হয়ে তিনি ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান সম্পাদনা

আন্তর্জাতিক সম্পাদনা

১৯ মে ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
মন্টিনিগ্রো ২০১৭
২০১৮
২০১৯
সর্বমোট ১৫

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ФК Црвена звезда - Тим" [ফুটবল ক্লাব ত্রভেনা জোভেজদা – দল]। crvenazvezdafk.com (সার্বীয় ভাষায়)। বেলগ্রেড: রেড স্টার বেলগ্রেড। ৬ মে ২০১৬। ২৩ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৩ 
  2. "FK Crvena zvezda" [ফুটবল ক্লাব ত্রভেনা জোভেজদা]। uefa.com (ইংরেজি ভাষায়)। উয়েফা। ২৩ এপ্রিল ২০২৩। ২৩ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৩ 
  3. "FK Crvena zvezda" [ফুটবল ক্লাব ত্রভেনা জোভেজদা]। superliga.rs (সার্বীয় ভাষায়)। সার্বীয় সুপারলিগা। ২৩ এপ্রিল ২০২৩। ২৩ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা