মিন্নাত আলী (১৯২৭ – ৭ ডিসেম্বর ২০০৮) বাংলাদেশের কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ ছিলেন। ছোটগল্প লেখায় বিশেষ অবদানের জন্য তিনি ১৯৭৫ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।[১][২]

অধ্যক্ষ
মিন্নাত আলী
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯২৭
ব্রিটিশ ভারত
(বর্তমান বাংলাদেশ)
মৃত্যু৭ ডিসেম্বর ২০০৮(2008-12-07) (বয়স ৮০–৮১)
জাতীয়তাব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
বাংলাদেশ
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
পুরস্কারবাংলা একাডেমি পুরস্কার (১৯৭৫)

কর্মজীবনী সম্পাদনা

মিন্নাত আলী ১৯২৭ সালে কিশোরগঞ্জের ভৈরবে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৩৫ সালে ভৈরব প্রাইমারী স্কুলে পড়তেন। ১৯৪৬ সালে তিনি ভৈরব স্কুল থেকে মেট্রিকুলেশন পাশ করেন। ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হয়ে ১৯৫৫ সালে এমএ পাশ করেন। বসবাস করতেন ব্রাহ্মণবাড়িয়ার বাওনবাইড়ায়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার ফিরোজ মিয়া সরকারি কলেজব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন। ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক।[৩][৪]

ষাটের দশকে তিনি লেখালেখি করতেন। উপমহাদেশের সকল বাংলা সাহিত্য সাময়িকীতে লেখালেখি করতেন। চিঠি লিখতে পছন্দ করতেন তিনি। ২০০২ সালের বইমেলায় তার কাছে লেখা ৭৮ সাহিত্যিকের চিঠি নিয়ে প্রকাশ করেন "সাহিত্যিকের পত্রালাপ", "আমি দালাল বলছি"[৫]"না বলা কথা" যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক অসামান্য দলিল।[৩]

গ্রন্থ তালিকা সম্পাদনা

  • আমি দালাল বলছি (১৯৭৪)
  • মফস্বল সংবাদ’ (১৯৫৮)
  • আমার প্রথম প্রেম (১৯৫৯)
  • জাদুঘর’ (১৯৬৯)
  • চেনা ও জানা (১৯৮০)
  • না বলা কথা (১৯৮০)
  • মেঘনা
  • চল্লিশ দশকে ঢাকা
  • স্মৃতির শহর ব্রাহ্মণবাড়িয়া
  • আমার হজ্ব পালন : স্বপ্ন ভঙ্গ
  • কাফনের লেখা
  • সাহিত্যিকের পত্রালাপ

পুরস্কার ও সম্মাননা সম্পাদনা

মৃত্যু সম্পাদনা

মিন্নাত আলী ৭ ডিসেম্বর ২০০৮ সালে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৯ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২২ 
  2. "যোগ্য লোকের হাতে উঠুক বাংলা একাডেমি পুরস্কার"জাগোনিউজ২৪.কম। ৯ জানুয়ারি ২০২২। Archived from the original on ১৬ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২ 
  3. স্মৃতির শহর ব্রাহ্মণবাড়িয়াঢাকা, বাংলাদেশ: ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি। ১৯৮৬। 
  4. জাহাঙ্গীর আলম জাহান। "কালপর্বিক ধারাবাহিকতায় কিশোরগঞ্জের সাহিত্য"। 
  5. মিন্নাত আলী। আমি দালাল বলছিবাংলাদেশ: মীরা প্রকাশন। পৃষ্ঠা ১৭৩।