মাহমুদাবাদ
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। |
মাহমুদাবাদ (ফার্সি: محمودآباد) সুলতানি আমলের একটি টাঁকশাল শহর। সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহের নামে এর নামকরণ হয়েছিল। মুঘল আমলে এটি ছিল সরকার। মাহমুদাবাদ সরকারের পাশে ছিল ফতেহাবাদ সরকার, খলিফাতাবাদ সরকার ইত্যাদি। মাহমুদাবাদ নামটি পরবর্তীকালে প্রথমে মাহমুদপুর, এরপর মহম্মদপুর নামে রূপান্তরিত হয়। মাহমুদাবাদ শহরটি বর্তমানে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা শহর। সম্রাট আকবরের সময়ে মাহমুদাবাদে ৮৮টি মহল তথা পরগণা ছিল। তখনকার বাঙলার সবচেয়ে বেশি পরগণা ছিল মাহমুদাবাদে। মাহমুদাবাদ সরকারটি উত্তর নদীয়া, বৃহত্তর যশোরের উত্তর, কুষ্টিয়া, মাগুরা এবং ফরিদপুর জেলার পশ্চিমাঞ্চল (মধুখালী, বোয়ালমারী) নিয়ে গঠিত ছিল।