মারগুবুর রহমান বিজনুরি

দারুল উলুম দেওবন্দের ১১তম আচার্য

মারগুবুর রহমান বিজনুরি (উর্দু : مرغوب الرحمن بجنوری, ১৯১৪ — ২০১০ ) ছিলেন একজন ভারতীয় ইসলামি পণ্ডিত, সুন্নি হানাফি আলেম। তিনি দারুল উলুম দেওবন্দের ১১ তম আচার্য এবং প্রায় দীর্ঘ ২৮ বছর দারুল উলুম দেওবন্দের আচার্য ছিলেন।[][][][]

আমিরুল হিন্দ

মারগুবুর রহমান বিজনুরি
مرغوب الرحمن بجنوری
১১ তম আচার্য, দারুল উলুম দেওবন্দ
অফিসে
১৯৮২ – ২০১০


পূর্বসূরীকারী মুহাম্মদ তৈয়ব
উত্তরসূরীগোলাম মুহাম্মদ বাস্তনবী
ব্যক্তিগত তথ্য
জন্ম১৯১৪
মৃত্যু২০১০
ধর্মইসলাম
জাতীয়তাভারতীয়
যুগআধুনিক
আখ্যাসুন্নি
ব্যবহারশাস্ত্রহানাফি
আন্দোলনদেওবন্দি
প্রধান আগ্রহকুরআন-হাদীস চর্চা
যেখানের শিক্ষার্থী
ঊর্ধ্বতন পদ
যাদের প্রভাবিত করেন
  • বর্তমান আলেম সমাজ

মারগুবুর রহমান ১৯১৪  খৃস্টাব্দে ভারতের বিজনুর শহরের এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। বংশগত সূত্রে তিনি খলিফাতুল মুসলিমীন আবু বকরের সঙ্গে সম্পৃক্ত। মাদরাসায়ে রহীমিয়ায় তিনি প্রাথমিক শিক্ষা অর্জন করেন। সেখানে উর্দু, ফার্সিসহ বিভিন্ন কিতাবাদি পড়ার পর উচ্চশিক্ষা অর্জনের উদ্দেশ্যে দারুল উলুম দেওবন্দে ভর্তি হন। দাওরায়ে হাদীস ( মাস্টার্স ) সমাপ্ত করার পর আবারো কিতাব অধ্যয়নে মনোনিবেশ করেন তিন বছর। এরপর দারুল উলুমের ইফতা বিভাগে ভর্তি হন এবং দু’বছরে ইফতা সমাপ্ত করে ১৩৫২ হিজরী, মোতাবেক ১৯৩২ খৃস্টাব্দে ছাত্রজীবন থেকে ফারাগাত লাভ করেন।[]

দারুল উলুম দেওবন্দে তার উস্তাদদের মধ্যে ছিলেন হুসাইন আহমদ মাদানি, ইজাজ আলী আমরুহী, কারী মুহাম্মদ তৈয়ব, মুফতি মুহাম্মদ শফী প্রমুখ ব্যক্তিবর্গ।[]

১৯৬২ সালে তিনি দারুল উলুম দেওবন্দের মজলিসে শূরার সদস্য নির্বাচিত হন। ১৯৮১ সালে কারী মুহাম্মদ তৈয়বের অসুস্থতার কারণে তাঁকে দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম নিযুক্ত করা হয়। অনন্যা যোগ্যতা ও দক্ষতার কারণে ১৯৮২ সালে তার উপর অর্পিত হয় মুহতামিমের দায়িত্ব। এরপর দীর্ঘ ২৮ বছর তিনি এই দ্বীনী শিক্ষাকেন্দ্রের প্রধান ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই পদে আসীন ছিলেন। তার মৃত্যুর পর ইহতিমামের দায়িত্বভার অর্পিত হয় গোলাম মুহাম্মদ বাস্তনবীর উপর।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Qasmi, Dr Muhammadullah। "Obituary: Maulana Marghoobur Rahman Bojnori (1914 -2010)" (ইংরেজি ভাষায়)। 
  2. "Maulana Marghoobur Rahman (1914-2010)"The Milli Gazette — Indian Muslims Leading News Source (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১২ 
  3. "Hadhrat Maulana Marghoobur Rahman, Mohtamim Darul Uloom Deoband 1914-2010"DEOBAND ONLINE (ইংরেজি ভাষায়)। ২০১৩-০২-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১২ 
  4. "তারা চলে গেলেন, আমরা এতিম হলাম - মাসিক আলকাউসার"www.alkawsar.com। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১২ 

বহিঃসংযোগ

সম্পাদনা