মায়া (চলচ্চিত্র)
মায়া ২০২৩ সালের একটি বাংলা ভাষার ভারতীয় থ্রিলার নাট্য চলচ্চিত্র।[১] ডিএসআর এন্টারটেইনমেন্ট হাউসের ব্যানারে দেবদাস বন্দ্যোপাধ্যায় ও রোহিত বন্দ্যোপাধ্যায় প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন রাজর্ষি দে। প্রধান চরিত্রে ছিলেন রাফিয়াত রশিদ মিথিলা, তনুশ্রী চক্রবর্তী, রিচা শর্মা, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তীসহ আরো অনেকে। এর গল্প লোভ, উচ্চাকাঙ্ক্ষা, পাপ এবং দুর্নীতিকে ঘিরে আবর্তিত হয়েছে।[২] এটি বাংলা ভাষায় প্রথম উইলিয়াম শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’-এর রূপান্তর,[৩] যা ৭ জুলাই মুক্তি পায়।[৪][৫]
মায়া | |
---|---|
পরিচালক | রাজর্ষি দে |
প্রযোজক | রোহিত বন্দ্যোপাধ্যায় দেবদাস বন্দ্যোপাধ্যায় |
রচয়িতা | রাজর্ষি দে ইপসিতা |
উৎস | উইলিয়াম শেক্সপিয়রের ম্যাকবেথ এর রূপান্তর |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | রণজয় ভট্টাচার্য |
চিত্রগ্রাহক | ইন্দ্রনাথ মারিক |
সম্পাদক | স্বর্ণভা চক্রবর্তী |
প্রযোজনা কোম্পানি | ডিএসআর এন্টারটেইনমেন্ট হাউস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৭২ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
পটভূমি
সম্পাদনা১৯৮৯ সালের কলকাতা শহর থেকে এই গল্পের শুরু। যা শেষ হয় সাম্প্রতিক সময়ে এসে। ধর্ষিতা হওয়ার পরে এক সংখ্যালঘু নারী কীভাবে ঘুরে দাঁড়ায় আর চলমান পুরুষতন্ত্রের শেকল ভাঙার প্রেরণা যোগায় অন্য নারীদের সেই গল্প নিয়ে এর পটভূমি গড়ে উঠেছে।[৬]
অভিনয়শিল্পী
সম্পাদনা- রাফিয়াত রশিদ মিথিলা - মায়া
- তনুশ্রী চক্রবর্তী - মৃণালিনী
- রিচা শর্মা - সাংসদ সদস্য
- কণীনিকা বন্দ্যোপাধ্যায়
- সুদীপ্তা চক্রবর্তী
- গৌরব চক্রবর্তী - মাইকেল[৭]
- রাহুল বন্দ্যোপাধ্যায় - ময়াঙ্ক শর্মা
- রনিতা দাস
- রাতশ্রী দত্ত
- দেবলীনা কুমার
- সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়
- সায়ন্তনী গুহঠাকুরতা
- কমলেশ্বর মুখোপাধ্যায়
- রাহুল চক্রবর্তী
- গোয়েন্দার চৌধুরী
- অরুণোদয় বন্দ্যোপাধ্যায়
- অনিন্দ্য চট্টোপাধ্যায় - অতিথি শিল্পী
- ইশান মজুমদার
- রোহিত বন্দ্যোপাধ্যায়
- অসীম রায় চৌধুরী
- কান সিং সোধা - অতিথি শিল্পী
নির্মাণ
সম্পাদনাছবিটির চিত্রনাট্য লিখেছেন ঈপ্সিতা ও রাজর্ষি দে। সঙ্গীত পরিচালনা করেছেন রণজয় ভট্টাচার্য এবং গেয়েছেন রূপঙ্কর বাগচী, সোমলতা আচার্য এবং উজান।[৩]
গোপনীয়তা ও করোনায় স্বাস্থ্যবিধি মেনে নতুন ছবিটির শুটিং শুরু হয় গত ১২ জুলাই। শেষ হবে ২৮ জুলাই। কলকাতা ও তার আশপাশের এলাকায় চলছে এর শুটিং।[৮]
ছবিতে মিথিলা তিন বয়সের তিন চরিত্রে অভিনয় করেছেন,[৯][১০] যা ৭০ ভাগ সংলাপই হিন্দি ভাষায়।[৬]
প্রচারণা
সম্পাদনা২০২৩ সালের ২৮ মার্চ ছবিটির প্রকাশ ট্রেলার প্রকাশ পায়। সাড়ে তিন মিনিটের ট্রেলারের পঞ্চাশ ভাগ সংলাপ ছিল হিন্দিতে।[৬]
মুক্তি
সম্পাদনাছবিটি ২০২৩ সালের ৭ জুলাই পশ্চিমবঙ্গের ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[১১][১২]
পুরস্কার
সম্পাদনাভারতের হায়দ্রাবাদে তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফ্যাস্টিভ্যালে নাম ভূমিকায় অভিনয়ের জন্য রাফিয়াত রশিদ মিথিলা শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে পুরস্কার জিতেছেন।[১৩][১৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Laravel, Laravel। "Maya | ' মায়া' মুক্তি পেতে চলেছে ৭ জুলাই - Kolkata TV"। kolkatatv.org। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০২।
- ↑ Ananda, A. B. P. (২০২৩-০৬-২৭)। "৭ জুলাই মুক্তি পাবে রাজর্ষি দে-র 'মায়া', সাংবাদিক বৈঠকে হাজির ছবির সকল কলাকুশলী"। bengali.abplive.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৩।
- ↑ ক খ "প্রেক্ষাগৃহে আসছে 'মায়া', শেক্সপিয়ারের 'ম্যাকবেথ'-এর রূপান্তরে মিথিলা-তনুশ্রী"। News18 Bengali। ২০২৩-০৬-২৯। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৩।
- ↑ ডেস্ক, গ্লিটজ। "মিথিলার 'মায়া'র অনুভূতি"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০২৩-০৭-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৩।
- ↑ "লোভ-লালসা-উচ্চাকাঙ্খা নিয়ে তৈরি 'মায়া', নজর কাড়লেন মিথিলা-কমলেশ্বর-রাহুলরা"। sangbadpratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৮।
- ↑ ক খ গ "এপ্রিলে আসছে 'মায়া', উচ্ছ্বসিত মিথিলা"। দেশ রূপান্তর। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৩।
- ↑ "Mayaa: 'ম্যাকবেথ'-এর ছোঁয়া এবার রাজর্ষির 'মায়া'-য়! রইল ছবির Exclusive সিক্রেট"। Aaj Tak বাংলা। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৩।
- ↑ "ভারতীয় ছবিতে 'মায়া' হয়ে আসছেন মিথিলা"। SAMAKAL (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৩।
- ↑ ডেস্ক, গ্লিটজ। "টলিউডের 'মায়া' সিনেমার লুকে মিথিলা"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০২৩-০৭-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৩।
- ↑ ডেস্ক, গ্লিটজ। "টলিউডের সিনেমার শুটিংয়ে মিথিলা"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০২৩-০৭-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৩।
- ↑ "অপেক্ষার পালা শেষ মিথিলার"। RTV Online (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৭।
- ↑ "Mithila starrer 'Mayaa' set to hit theatres in West Bengal"। The Business Standard (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৬-২২। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৮।
- ↑ সাজু, শাহ আলম (২০২২-১২-১৪)। "ভারতে ২ পুরস্কার পেয়ে আনন্দিত মিথিলা"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৩।
- ↑ "প্রভাস-আল্লু অর্জুনদের রাজ্যে পুরস্কৃত মিথিলা!"। বাংলা ট্রিবিউন। ৩ জুলাই ২০২৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে মায়া (ইংরেজি)