রাহুল বন্দ্যোপাধ্যায়

ভারতীয় অলিম্পিক তীরন্দাজ

রাহুল বন্দ্যোপাধ্যায় (জন্ম: ১৫ ডিসেম্বর, ১৯৮৬) হলেন একজন ভারতীয় তিরন্দাজ। তিনি অশোক বন্দ্যোপাধ্যায় ও কল্পনা বন্দ্যোপাধ্যায়ের পুত্র।

রাহুল বন্দ্যোপাধ্যায়
পেশাক্রীড়াব্যক্তিত্ব (তিরন্দাজ)
রাহুল বন্দ্যোপাধ্যায়
পদক রেকর্ড
পুরুষদের তিরন্দাজি
 ভারত-এর প্রতিনিধিত্বকারী
এশিয়ান গেমস
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০১০ গোনঝাউ রিকার্ভ টিম
কমনওয়েলথ গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১০ দিল্লি রিকার্ভ একক

রাহুল তেরো বছর বয়স থেকে তিরন্দাজি শুরু করেন।[১] তার দিদি দোলা বন্দ্যোপাধ্যায়ও একজন তিরন্দাজ। তিনি ২০০৪ সালের ওয়ার্ল্ড ইউথ চ্যাম্পিয়নশিপে অংশ নেন। এটিই ছিল তার প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা। ২০০৮ ও ২০০৯ সালের তিরন্দাজি বিশ্বকাপে তিনি অনেকগুলি সোনা জেতেন। দিল্লিতে আয়োজিত ২০১০ কমনওয়েলথ গেমসে তিনি পুরুষদের একক রিকার্ভ বিভাগে সোনা জেতেন।[২]

পাদটীকা সম্পাদনা

  1. "FITA biography"। ২০ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১১ 
  2. "Wrestler Sushil Kumar wins 28th CWG gold for India"The Times of India। ১০ অক্টোবর ২০১০। ৩ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১০