রাহুল বন্দ্যোপাধ্যায়
ভারতীয় অলিম্পিক তীরন্দাজ
রাহুল বন্দ্যোপাধ্যায় (জন্ম: ১৫ ডিসেম্বর, ১৯৮৬) হলেন একজন ভারতীয় তিরন্দাজ। তিনি অশোক বন্দ্যোপাধ্যায় ও কল্পনা বন্দ্যোপাধ্যায়ের পুত্র।
রাহুল বন্দ্যোপাধ্যায় | |
---|---|
![]() | |
পেশা | ক্রীড়াব্যক্তিত্ব (তিরন্দাজ) |
পদক রেকর্ড | ||
---|---|---|
পুরুষদের তিরন্দাজি | ||
![]() | ||
এশিয়ান গেমস | ||
![]() |
২০১০ গোনঝাউ | রিকার্ভ টিম |
কমনওয়েলথ গেমস | ||
![]() |
২০১০ দিল্লি | রিকার্ভ একক |
রাহুল তেরো বছর বয়স থেকে তিরন্দাজি শুরু করেন।[১] তার দিদি দোলা বন্দ্যোপাধ্যায়ও একজন তিরন্দাজ। তিনি ২০০৪ সালের ওয়ার্ল্ড ইউথ চ্যাম্পিয়নশিপে অংশ নেন। এটিই ছিল তার প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা। ২০০৮ ও ২০০৯ সালের তিরন্দাজি বিশ্বকাপে তিনি অনেকগুলি সোনা জেতেন। দিল্লিতে আয়োজিত ২০১০ কমনওয়েলথ গেমসে তিনি পুরুষদের একক রিকার্ভ বিভাগে সোনা জেতেন।[২]
পাদটীকা
সম্পাদনা- ↑ "FITA biography"। ২০ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১১।
- ↑ "Wrestler Sushil Kumar wins 28th CWG gold for India"। The Times of India। ১০ অক্টোবর ২০১০। ৩ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১০।