মানবাং (কোরীয়만방) হচ্ছে উত্তর কোরিয়ার কোরীয় কেন্দ্রীয় সম্প্রচার কমিটি জারি করা রাষ্ট্রীয় ডিজিটাল মিডিয়া প্লেয়ারের সংস্থা, যেগুলো চ্যানেলের রুপে ওভার-দ্য-টপ কন্টেন্ট প্রদান করে। এটি পশ্চিমের স্ট্রিমিং প্ল্যাটফর্ম যেমন নেটফ্লিক্স এবং রোকু এবং উত্তর কোরিয়ায় চীনে তৈরি করা নোটেল প্লেয়ারের জনপ্রিয়তার জবাবে প্রতিষ্ঠিত করা হয়েছিলো। এটির নাম কোরীয় শব্দ 만방 (মানবাং) থেকে নেওয়া হয়, যেটা বলতে "সব জায়গায়" বুঝায়, সার্ভিসের অন ডিম্যান্ড স্বভাবটি বহন করে।[৩] উত্তর কোরিয়ার বিচ্ছিন্নতাবাদের কারণে ইন্টারনেটের পরিবর্তে গ্রহকরা আইপিটিভি প্রটকল ব্যবহার করে রাষ্ট্রীয় ইন্ট্র্যানেটের মাধ্যমে সার্ভিসে কনেক্ট করে।[২][৪]

মানবাং
만방
উন্নয়নকারীকোরীয় কেন্দ্রীয় সম্প্রচার কমিটি
ধরনডিজিটাল মিডিয়া প্লেয়ার
মুক্তির তারিখআগস্ট ২০১৬
অপারেটিং সিস্টেমঅ্যান্ড্রয়েড ৪.৪.২[১]
কানেক্টিভিটিআরসিএ কেবল এবং এইচডিএমআই[২]

বিষয়বস্তু সম্পাদনা

অন ডিম্যান্ড ভিডিওর সাথে মানবাং দর্শকদেরকে অন্তত পাঁচটি চ্যানেলের লাইভ স্ট্রিম দেখার অনুমতি দেয়:[৫]

# চ্যানেল কোরীয় নাম
কোরীয় কেন্দ্রীয় টেলিভিশন 조선중앙텔레비죤
মান্সুদ্যা টেলিভিশন 만수대텔레비죤
রিয়োংনামসান টেলিভিশন 룡남산텔레비죤
ক্রীড়াবিষয়ক টিভি (ক্রীড়া) 체육텔레비죤
কেন্দ্রীয় সম্প্রচার (ভয়েস অফ কোরিয়া) 중앙방송

গ্রহকরা সর্বোচ্চ নেতা এবং চুছে ভাবাদর্শের ব্যাপারে রাজনৈতিক তথ্যও পেতে পারবে, এবং রোদোং শিনমুন সংবাদপত্র ও কোরীয় কেন্দ্রীয় সংবাদ সংস্থার থেকে নিবন্ধ পরতে পারবে।[৪]

মানবাং সার্ভিসে উত্তর কোরিয়ার কর্মপ্রচেষ্টার জন্য কর্মী শিক্ষা সার্ভিসও পাওয়া যায়।[৪]

উপলব্ধতা সম্পাদনা

কোরীয় কেন্দ্রীয় টেলিভিশনের অনুযায়ী দর্শকরা শুধু পিয়ং ইয়াং এ নয়, কিন্তু সারিওয়ন এবং সিনুইজুতেও সার্ভিসটি ব্যবহার করতে পারবে।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. উইলিয়ামস, মার্টিন (২২ ফেব্রুয়ারি ২০১৯)। "Manbang IPTV Service in Depth"৩৮ নর্থ। দ্য হেনরি এল স্টিমসন সেন্টার। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২২ 
  2. জি, দাগিউম (১৮ আগস্ট ২০১৬)। "Netflix style video-on-demand comes to North Korea, state TV shows"এনকে নিউজ। কোরিয়া রিস্ক গ্রুপ। ২৫ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২২ 
  3. লেপ, মাইক (২৫ আগস্ট ২০১৬)। "'Manbang' is North Korea's Netflix"নিউজ চ্যানেল ৬। ডাবল-ইউ জেবিএফ। ৯ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. উইলিয়ামস, মার্টিন (২২ ফেব্রুয়ারি ২০১৯)। "Manbang IPTV Service in Depth"৩৮ নর্থ। দ্য হেনরি এল স্টিমসন সেন্টার। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২২ 
  5. উইলিয়ামস, মার্টিন (১৭ আগস্ট ২০১৬)। "Now Streaming: Intranet Protocol TV Service Arrives in North Korea"৩৮ নর্থ। ৩০ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ সম্পাদনা