মাদাম বিবির হাট শাহজাহান উচ্চ বিদ্যালয়
মাদামা বিবির হাট শাহজাহান উচ্চ বিদ্যালয় বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুন্ডে অবস্থিত একটি বিদ্যালয়।
মাদাম বিবির হাট শাহজাহান উচ্চ বিদ্যালয় | |
---|---|
অবস্থান | |
মাদাম বিবির হাট, ভাটিয়ারী, সীতাকুন্ড উপজেলা বাংলাদেশ | |
তথ্য | |
প্রতিষ্ঠাকাল | ১৯০৫ |
বিদ্যালয় জেলা | চট্টগ্রাম |
বিদ্যালয় কোড | ৩৪৬১ |
প্রধান শিক্ষক | মোহাম্মদ আবূ ইঊসুফ ফারুকী |
অনুষদ |
|
শিক্ষকমণ্ডলী | ২৫ |
শ্রেণি | ৬-১০ |
লিঙ্গ | ছেলে ও মেয়ে |
শিক্ষার্থী সংখ্যা | প্রায় ১২০০ |
রং | সাদা |
ওয়েবসাইট | mbhshs |
অবস্থান
সম্পাদনাএটি চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার অর্ন্তগত ভাটিয়ারীর এলাকায় মাদাম বিবির হাটে অবস্থিত।
ইতিহাস
সম্পাদনা১৯০৫ সালে মাদাম বিবির হাট শাহজাহান উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।[১] প্রতিষ্ঠাকালীন সময়ে এটি মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল। পরবর্তীতে ১৯৮২ সালে এটি প্রাথমিক বিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করে। ১৯৮৫ সালে বিদ্যালয়টিকে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে উন্নীত করা হয়।[২][৩]
বিদ্যালয় ভবন
সম্পাদনাবিদ্যালয়ে একটি ৩ তলা বিশিষ্ট ভবন রয়েছে যার প্রতি তলায় ৩টি করে কক্ষ রয়েছে। ভবনের নিচ তলায় প্রধান শিক্ষক ও অফিস কক্ষ এবং পশ্চিম পাশে একটি গ্রন্থাগার রয়েছে। ২য় এবং ৩য় তলায় রয়েছে পাঠদানের জন্য শ্রেণীকক্ষ। বিদ্যালয়ে আরও একটি ২ তলা ভবন রয়েছে যার উভয় তলায় ৪টি করে কক্ষ আছে। উক্ত ভবনের নিচতলায় একটি শিক্ষক মিলনায়তন এবং একটি কম্পিউটার ল্যাব ও দুটি পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান ল্যাব রয়েছে। ২য় তলার সবগুলো কক্ষই শ্রেণিকক্ষ । বিদ্যালয়ের পূর্ব পাশে আরো একটি একতলা বিশিষ্ট ভবন রয়েছে যার সবগুলো কক্ষই শ্রেণীকক্ষ।
বিভাগ সমূহ
সম্পাদনাবর্তমানে এই বিদ্যালয়ে তিনটি বিভাগে পাঠদান কার্যক্রমের ব্যবস্থা রয়েছে:
- বিজ্ঞান বিভাগ
- ব্যবসায় শিক্ষা বিভাগ
- মানবিক বিভাগ
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ শিমুল কুমার চৌধুরী (জানুয়ারি ২০০৩)। "সীতাকুন্ড উপজেলা"। সিরাজুল ইসলাম। [[বাংলাপিডিয়া]] (বাংলা ভাষায়)। ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। আইএসবিএন 984-32-0576-6। ২৪ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল , ২০১৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য); ইউআরএল–উইকিসংযোগ দ্বন্দ্ব (সাহায্য) - ↑ "মাদাম বিবির হাট শাহজাহান উচ্চ বিদ্যালয়"। sitakunda.chittagong.gov.bd। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ এপ্রিল ১৭, ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "মাদাম বিবির হাট শাহজাহান উচ্চ বিদ্যালয়"। http://www.mbhshs.eib.edu.bd/। mbhshs.eib.edu.bd। ১ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ১৭, ২০১৫।
|ওয়েবসাইট=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)