মাথেইস দ্য লিখ্ট
মাথেইস দ্য লিখ্ট (ওলন্দাজ উচ্চারণ: [də ˈlɪxt]; জন্ম ১২ আগস্ট ১৯৯৯) হলেন একজন ওলন্দাজ পেশাদার ফুটবলার যিনি জার্মান পেশাদার ফুটবল লীগ বুন্দেসলিগা ক্লাব বায়ার্ন মিউনিখ এবং নেদারল্যান্ডস জাতীয় দলের এর হয়ে, একজন সেন্টারব্যাক হিসেবে খেলে থাকেন।[২]
![]() ২০১৯ সালে ইয়ুভেন্তুসের হয়ে ডি লিখ্ট | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | মাথেইস দ্য লিখ্ট | ||
জন্ম | ১২ আগস্ট ১৯৯৯ | ||
জন্ম স্থান | লেইডারডোর্প, নেদারল্যান্ডস | ||
উচ্চতা | ১.৮৮ মিটার[১] | ||
মাঠে অবস্থান | সেন্টারব্যাক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বায়ার্ন মিউনিখ | ||
জার্সি নম্বর | ৪ | ||
যুব পর্যায় | |||
২০০৮–২০১৬ | আয়াক্স | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৬–২০১৭ | ইয়ং আয়াক্স | ১৭ | (১) |
২০১৬–২০১৯ | আয়াক্স | ৭৭ | (৮) |
২০১৯-২০২২ | ইয়ুভেন্তুস | ৫৬ | (৫) |
২০২২– | বায়ার্ন মিউনিখ | ০ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৪ | নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৫ | ৫ | (০) |
২০১৪–২০১৫ | নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৬ | ৮ | (০) |
২০১৫–২০১৬ | নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৭ | ১৪ | (১) |
২০১৬– | নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৯ | ৬ | (০) |
২০১৭– | নেদারল্যান্ডস | ২৭ | (২) |
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২৩ মে ২০২১ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২ জুন ২০২১ তারিখ অনুযায়ী সঠিক। |
ক্লাব খেলোয়াড়ী জীবনসম্পাদনা
দ্য লিখ্ট হলেন জনপ্রিয় ওলন্দাজ ফুটবল ক্লাব এএফসি আয়াক্স-এর একজন তরুন খেলোয়াড়, যখন তার বয়স ছিলো মাত্র ৯ বছর তখন তিনি এই একাডেমিতে যোগ দেন। ২০১৬ সালের ৮ই আগস্ট মাসে, তিনি নেদারল্যান্ডসের দ্বিতীয় সারির লিগ এরস্তে দিভিসি-এ লিগের আরেক দল এফসি এম্মেন-এর বিপক্ষে খেলার মাধ্যমে পেশাদার ফুটবলে অভিষিক্ত হন, উক্ত খেলাটিতে তিনি পুরো সময় জুড়ে মাঠে ছিলেন।[৩] ২১শে সেপ্টেম্বর, আরেক ডাচ্ ফুটবল ক্লাব উইলেম II-এর বিপক্ষে তার ক্লাব আয়াক্স এর হয়ে কাপ চ্যাম্পিয়নশিপ খেলায় অভিষিক্ত হন। দি লিখ্ত ম্যাচটির ২৫তম মিনিটে একটি কর্নার থেকে গোল করেন, যেটি তাকে আরেক ডাচ্ খেলোয়াড় ক্লারেন্স সিডোর্ফ-এর পেছনে সর্বকালের দ্বিতীয় কোন কনিষ্ঠ গোলদাতা বানিয়ে দেয়। আয়াক্স খেলাটিতে ৫-০ গোল ব্যবধানে জয়লাভ করে।[৪] ২০১৬ সালের ২৪শে অক্টোবর, আয়াক্স তাদের টুইটার পেজের মাধ্যমে ঘোষণা করে যে, দি লিখ্ত কে তাদের জেষ্ঠ একাদশে উন্নিত করা হয়েছে।[৫]
আন্তর্জাতিক খেলোয়াড়ী জীবনসম্পাদনা
২০১৭ সালের ২৫শে মার্চ, দ্য লিখ্ট তার ক্লাব আয়াক্সের হয়ে মাত্র দুটি লিগ খেলায় অংশগ্রহণ করার পরেও নেদারল্যান্ডস জাতীয় দল-এর হয়ে বুলগেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে অভিষেক হয়, যেখানে তারা ২-০ ব্যবধানে হেরে যায়, যেটি তাকে ১৯৩১ সালে তার স্বদেশী খেলোয়াড় "মেওক ওয়েবার" এর পর নবীনতম হল্যান্ডের কোন অভিষিক্ত খেলোয়াড় বানিয়ে দেয়।
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যানসম্পাদনা
ক্লাবসম্পাদনা
- ২৫ এপ্রিল ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[৬]
ক্লাব | সিজন | লিগ | কাপ | ইউরোপ1 | অন্যান্য | সর্বমোট | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
বিভাগ | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | ||
ইয়ং আয়াক্স | ২০১৬–১৭ | এরস্তে দিভিসি | ১৭ | ১ | — | — | — | ১৭ | ১ | |||
সর্বমোট | ১৭ | ১ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ১৭ | ১ | ||
আয়াক্স | ২০১৬–১৭ | এরেদিভিসি | ১১ | ২ | ৩ | ১ | ৯ | ০ | — | ২৩ | ৩ | |
২০১৭–১৮ | ৩১ | ৩ | ২ | ০ | ৪ | ০ | — | ৩৭ | ৩ | |||
সর্বমোট | ৪২ | ৫ | ৫ | ১ | ১৩ | ০ | ০ | ০ | ৬০ | ৬ | ||
খেলোয়াড়ী জীবনে সর্বমোট | ৫৯ | ৬ | ৫ | ১ | ১৩ | ০ | ০ | ০ | ৭৭ | ৭ |
1 যার মধ্যে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ইউয়েফা ইউরোপা লিগ-এর ম্যাচ সমূহ অন্তর্ভুক্ত।
আন্তর্জাতিকসম্পাদনা
- খেলা হয়েছিলো জুন ৪ ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[৭]
জাতীয় দল | সাল | উপস্থিতি | গোল |
---|---|---|---|
নেদারল্যান্ডস | ২০১৭ | ৩ | ০ |
২০১৮ | ৪ | ০ | |
সর্বমোট | ৭ | ০ |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Matthijs de Ligt"। Ajax.nl। ২ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৮।
- ↑ "Netherlands – M. de Ligt – Profile with news, career statistics and history – Soccerway"। soccerway.com। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৬।
- ↑ "Jong Ajax vs. Emmen – 8 August 2016 – Soccerway"। soccerway.com। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৬।
- ↑ "De Ligt jongste scorende Ajacied na Seedorf"। Ajax.nl।
- ↑ "Mooi nieuws voor Matthijs de Ligt: Peter Bosz heeft de verdediger per direct aan de A-selectie toegevoegd."। Ajax.nl।
- ↑ "Nederland - M. de Ligt - Profile with news, career statistics and history"। Soccerway। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৭।
- ↑ https://us.soccerway.com/players/matthijs-de-ligt/399768/
বহিঃসংযোগসম্পাদনা
- সকারওয়েতে মাথেইস দ্য লিখ্ট (ইংরেজি)