মাতেও রেতেগি

আর্জেন্টিনীয় ফুটবলার

মাতেও রেতেগি (ইতালীয়: Mateo Retegui; জন্ম: ২৯ এপ্রিল ১৯৯৯) হলেন একজন আর্জেন্টিনীয়–ইতালীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালীয় ক্লাব জেনোয়া এবং ইতালি জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

মাতেও রেতেগি
ব্যক্তিগত তথ্য
জন্ম (1999-04-29) ২৯ এপ্রিল ১৯৯৯ (বয়স ২৫)
জন্ম স্থান সান ফের্নান্দো, আর্জেন্টিনা
উচ্চতা ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
জেনোয়া
জার্সি নম্বর ১৯
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:৩৪, ১৬ জুন ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

রেতেগি ২০২৩ সালে ইতালির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইতালির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৭ ম্যাচে ৪টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

মাতেও রেতেগি ১৯৯৯ সালের ২৯শে এপ্রিল তারিখে আর্জেন্টিনার সান ফের্নান্দোতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

সম্পাদনা

২০২৩ সালের ২৩শে মার্চ তারিখে, ২৩ বছর, ১০ মাস ও ২৩ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী রেতেগি ইংল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত উয়েফা ইউরো ২০২৪ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ইতালির হয়ে অভিষেক করেছেন।[১] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[২] ম্যাচে তিনি ১৯ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি ইংল্যান্ড ২–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] ইতালির হয়ে অভিষেকের বছরে রেতেগি সর্বমোট ৪ ম্যাচে ২টি গোল করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচেই ইতালির জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন;[১] উক্ত ম্যাচের ৫৬তম মিনিটে লোরেনৎসো পেল্লেগ্রিনির অ্যাসিস্ট হতে ইতালির হয়ে ম্যাচের প্রথম গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[২][৩]

পরিসংখ্যান

সম্পাদনা

আন্তর্জাতিক

সম্পাদনা
১৬ জুন ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
ইতালি ২০২৩
২০২৪
সর্বমোট

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা