মাকসুদ বেইক মসজিদ
ইরানের মসজিদ
মাকসুদ বেইক মসজিদ (ফার্সি: مسجد مقصودبیک) নকশ-ই জাহান সরণির উত্তর-পূর্ব কোণে অবস্থিত। ১৬০১ সালে মসজিদটি মাকসুদ বেইকের আদেশে নির্মিত হয়েছিল, যিনি প্রথম আব্বাসীর শাসনামলের অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন। এই মসজিদের মিহরাবে একটি শিলালিপি রয়েছে, যা সাফাভিদ যুগের বিখ্যাত ক্যালিগ্রাফার আলী রেজা আববাসীর শিল্পকর্মগুলির মধ্যে অন্যতম। বলা হয়, শাহ আব্বাস এই শিলালিপি দেখে খুব সন্তুষ্ট হয়ে আলী রেজা আববাসীকে শেখ লতিফুল্লাহ মসজিদের শিলালিপি নিয়ে কাজ করার নির্দেশ দেন। মসজিদের প্রবেশদ্বারটির পিছনে অবস্থিত ক্ষুদ্র কক্ষে আলী রেজা আব্বাসীর শিল্প প্রতিদ্বন্দ্বী মীর ইমাদের কবর রয়েছে। সাফাভিদ যুগে মসজিদটি ছিল ইসফাহানের একটি অত্যন্ত গৌরবময় এবং সুন্দর মসজিদ।[১]
মাকসুদ বেইক মসজিদ Maghsoudbeyk Mosque | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | শিয়া ইসলাম |
প্রদেশ | এসফাহান |
অবস্থান | |
অবস্থান | এসফাহান, ইরান |
পৌরসভা | এসফাহান |
স্থানাঙ্ক | ৩২°৩৯′৩২″ উত্তর ৫১°৪০′৪০″ পূর্ব / ৩২.৬৫৮৮৮৯° উত্তর ৫১.৬৭৭৭৭৮° পূর্ব |
স্থাপত্য | |
ধরন | মসজিদ |
স্থাপত্য শৈলী | ইসফাহানী |
সম্পূর্ণ হয় | ১৬০১ |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Hosseyn Yaghoubi (২০০৪)। Arash Beheshti, সম্পাদক। Rāhnamā ye Safar be Ostān e Esfāhān(Travel Guide for the Province Isfahan) (Persian ভাষায়)। Rouzane। পৃষ্ঠা 104। আইএসবিএন 964-334-218-2।